সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স। এবারের সুপার কাপে স্রেফ এক বিদেশি নিয়ে খেলবে সবুজ মেরুন শিবির, তিনি নুনো রেইস। বলতে অপেক্ষা রাখে না, আইএসএলের জোড়া ট্রফি জয়ের পর এই সুুুপার কাপকে তেমন গুরুত্ব দিয়ে দেখছে না সবুজ মেরুন শিবির। তবে সাহাল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাসরাও যে প্রথম একাদশে খেলেছেন আইএসএলে। তাই বাগানের দ্বিতীয় সারির দলকেও যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুপার কাপে গোল করা মরোক্কান ফুটবলার নোয়াহ সাদুউই। তাঁর কথায়, ‘ মোহনবাগান খুবই শক্তিশালী দল। আমাদের আগামী ম্যাচে চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। ওরা প্রথম দল নিয়ে খেলুক না দ্বিতীয় দল নিয়ে খেলুক, আমরা লিগ🌌ের সময় দেখেছি ওদের রিজার্ভ বেঞ্চও এতটাই শক্তিশালী যে ওরাও প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য আর খেলার রং🌱 বদলে ফেলতে পারে। তাই আমাদের সেই মতোই প্রস্তুতি নিতে হবে আর নিজেরা আত্মতুষ্টিতে ভুগলে চলবে না।’
দুরন্ত গোলে ইস্টবেঙ্গল বধ নোয়াহ-র
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রকেট শটে গোল করেছিলেন। কিছু অনভ্যস্ত পজিশনে এদিন তাঁকে খেলিয়েছিলেন তাঁর কোচ। আইএসএলের মতো বামপ্রান্ত থেকে নয়, এদিন নোয়াহকে খেলতে দেখা গেছিল রাইট উইং থেকে। ডানদিক থেকেই কাট করে বক্সের বাইরে থেকে বাঁপায়ের জোরালো শটে তিনি গো𒉰ল করে যান। বলে এতটাই জোর ছিল যে ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভশুখন গিল চেষ্টা করেও হাত পৌঁছাতে পারেননি বলে।
সেই নিয়েই নোয়াহ বলছেন, ‘অবশ্যই গোল করতে পেরে ভালো লাগছে। আমি মাঠের বাইরে যে কঠিন পরিশ্রম করেছি সেটারই ফল পাচ্ছি। মরশুমটা ভালো যায়নি, আমার চোট ছিল,আღর দলও ধাক্কা খেয়েছিল। কিন্তু পরিশ্রম করে গেছিল সব সময়, দলের ভালোর জন্য। আর আজ এমন একটা ভালো গোল করতে পেরে তাই ভালোই লাগছে ’।
ম্যাচের সময়ই ঝামেলায় জড়ান নোয়াহ-লুনা
তাঁর সঙ্গে আইএসএলের একটি ম্যাচ চল𒁏াকালীন দলের ফুটবলারের সঙ্গেই ঝামেলা লেগে গেছিল। আদ্রিয়ান লুনার সঙ্গে নোয়ার ঝামেলায় জড়ানোর পর তাঁকে কিছুটা একঘরেই করে দেওয়া হয়েছিল। সেই নিয়েও গোলের পর সেলিব্রেশন করেন নোয়াহ। মুখে আঙুল আর কানে হাত দিয়ে সেলিব্রেশন করার পর মরোক্কান ফুটবলার ম্যাচ শেষে জানিয়ে গেলেন, ‘আমি এখনও কেরল ব্লাস্টার্সেরই ফুটবলার। আমায় নিয়ে অনেক নেতিবাচক কথা হয়েছে, আমি শুনেছি। কিন্তু আমি যখনই মাঠে নামি আমি আমার দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি। আজকে দলের প্রত্যেকে ভালো ফুটবল খেলেছে। সবাই আক্রমণেও সাহায্য করেছে আবার ডিফেন্ডও করেছে ভালো। আমাদের টার্গেট তাই এখন সুপার কাজ জয় ’।