Pahalgam attack
নীল আকাশ, সবুজ ঘেরা কাশ্মীরের পহেলগাঁওয়ের নৈস্বর্গিক সৌন্দর্য তখন উপভোগ করছিলেন পর্যটকরা। আচমকাই গুলির শব্দ। প্রাণ ভয়ে চিৎকার, ছুটে পালাতে শুরু করলেন অনেকে। অনেকে বুঝ উঠতে পারছিলেন না, কী ঘটছে। কাশ্মীরের প্রকৃতির রূপসী ক্যানভাসের মধ্যে ছিটকে এল রক্তের দাগ! নিমেষে জঙ্গিদের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করলেন অনেকে। বহুজন আহত। এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনে।