খাস কলকাতায় এবার আক্রান্ত পুলিশকর্তা। রিজেন্ট পার্ক থানা এলাকায় গোলমাল থামাতে গিয়ে মার খেতে হল পুলিশকর্তাকে বলে অভিযোগ। শনিবার মাঝরাতে মালঞ্চ সিনেমা হলের সামনে এলাকার কয়েকজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ঝামেলায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় তা থামাতে যান এক ট্রাফিক পুলিশের সিনিয়র অফিসার। তখন তাঁর উপর চড়াও হয়ে কয়েকজন বেধড়ক মারধর করতে থাকেন বলে অভিযোগ। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর অমিত💎 সাউ এই ব্যাপক মারধরে মারাত্মকভাবে জখম হন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে পুলিশ মহলে। তাই মার খেয়ে গুরুতর জখম হওয়া ট্রাফিকের অ্যাডিশনাল ওসিকে রাতেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ওই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখন সেখানে চিকিৎসাধীন ওই ট্রাফিক বিভাগের কর্তা অমিত সাউ। পুলিশের উপর এমন হামলা কেন হল? বারবার পুলিশকে নিশানা করা হচ্ছে কেন? এই প্রশ্ন উঠতে শুরু করꩵেছে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের ১০০ দিন অতিক্রান্ত, দুই সংগঠনের দাবি–কর্মকাণ্ডে সরগরম হাসপাতাল
তবে দেখা গিয়েছে, পুলিশের উপর আক্রমণ শুরু হয় আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে। নাগরিক সমাজ নবান্ন অভিযানের নামে পুলিশের উপর হামলা চালায়। তাতে এক পুলিশ বিভাগের অফিসারের চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়। আবার শনিবার রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় ওই ট্রাফিক ইন্সপেক্টর টহল দেওয়ার সময় দেখতে পান পথে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মালঞ্চ সিনেমা হলের সামনে চিৎকার চেঁচামেচি চলছে দু’পক্ষের মধ্যে। সেটা যাতে খারাপ জায়গায় না যায় তার জন্য অশান্তি থামাতে যান অমিত সাউ। তখন ওই ট্রাফিক ইন্সপেক্টরকে বেধড়ক মারধ💃র করা হয় বলে অভিযোগ।