আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে বিতর্কের মাঝেই ইউপিএসসি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন মনোজ সোনি। এই পদে তাঁর আরও ৫ বছর মেয়াদ আছে। তা সত্ত্বেও তিনি ২ সপ্তাহ আগে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। তবে রাষ্ট্রপতি এখনও তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেননি। এই আবহে মনোজ সোনির পদত্যাগ ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস। হাত শিবিরের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। (আরও পড়ুন: নাম-রোল নম্বর অনুযায়ী প্রিলিমসের ফল বের করল UPSC, গোটা রেজাল্ট রইল এখানে)
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দের পরই শহর ও সেন্টার ধরে ধরে NEET UG-র ফল প্রকাশ NTA-র
আরও পড়ুন: JECA, JELET-এর রেসপন্স শিট প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ড,‘বদলানো’ যাবে জবাব
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জয়রাম রমেশ লেখেন, '২০১৪ সাল থেকে সমস্ত সাংবিধানিক সংস্থার পবিত্রতা, চরিত্র, স্বায়ত্তশাসন এবং পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কখনও কখনও কখনও স্ব-অভিষিক্ত অ-জৈবিক প্রধানমন্ত্রীও বলতে বাধ্য হন - যথেষ্ট হয়েছে। জনাব। নরেন্দ্র মোদী ২০১৭ সালে ইউপিএসসি সদস্য হিসেবে গুজরাট থেকে তাঁর প্রিয় 'শিক্ষাবিদদের' একজনকে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে তাঁকে ছয় বছরের মেয়াদে চেয়ারম্যান করেছিলেন। কিন্তু এই তথাকথিত বিশিষ্ট ভদ্রলোক এখন মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর আগেই পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি নিজে যাই উল্লেখ করে থাকুন না হোক না কেন, এটা স্পষ্ট যে ইউপিএসসি-র বর্তমান বিতর্কের কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। এই ধরনের আরও অনেক চরিত্র সিস্টেমে রয়েছেন। যেমন, কেন এনটিএর চেয়ারম্যান এখনও পর্যন্ত অস্পৃশ্য?'
আরও পড়ুন: অবশেষে রাজ্য সরকারি সংস্থার চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক বাংলা, বরাদ্দ ১০ মার্কস
উল্লেখ্য, ২০১৭ সালে মনোজকে ইউপিএসসি সদস্য করেছিল সরকার। ২০২৩-এ ইউপিএসসি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। এই পদে তাঁর চাকরির মেয়াদ ৬ বছর থাকার কথা ছিল। ২০২৯ সাল পর্যন্ত এই চাকরি থাকলেও তিনি ২০২৪ সালেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। অবশ্য কবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন তা এখনও স্পষ্ট নয়।
এদিকে মনোজ সোনির ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁর এই পদত্যাগ কোনও ভাবেই পূজা খেদকর বিতর্কের সঙ্গে সম্পর্কিত নয়। উল্লেখ্য, ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের প্রার্থীপদ বাতিলের জন্যে শোকজ নোটিশ ইস্যু করেছে ইউপিএসসি। এদিকে পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইউপিএসসি। ইউপিএসসির তরফে জানানো হয়েছে, পূজার 'অপকর্ম' নিয়ে বিস্তারিত তদন্ত চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজের পরিচয় গোপন করেছেন পূজা। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ শুরু করা হয়েছে।