বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য ২৩ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এর ৫ দিন পরেই অর্থাৎ ২৯ তারিখ বিওএ-র নির্বাচন। এই লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বনাম রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ময়দানে নজিরবিহীন নির্বাচনী হাওয়া। বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। এই নির্বাচনের মুখ্য চরিত্রে রয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, যাঁকে গোটা ময়দান বাবুন বন্ধ্যোপাধ্য়ায় নামে চেনে। বর্তমান বিওএ-র প্রেসিডেন্ট তিনি। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ময়দানে বাবুনের ক্ষমতা বাড়তে থাকে। মোহনবাগান সহ একাধিক ক্লাবের প্রশাসনে দেখা যায় তাঁকে।হকি, বক্সিং থেকে রাজ্য অলিম্পিক সংস্থা, প্রায় সর্বত্রই নানা সংস্থার শীর্ষ পদে তাঁকে দেখা যেতে থাকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বিরুদ্ধে ছক কষছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের আর এক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়🐬। ফলে বাবুন বনাম অরূপের লড়াই ঘিরে ময়দান তেতে উঠছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।