অলিম্পিক্স পদকজয়ীসহ ৩০০-র বেশি ক্রীড়াবিদ সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্স গেমসের আগে প্রায় ৮ কোটি টাকার ভ্রমণ বিল এখনও জমা করেনি বলে জানা যাচ্ছে। গতবছরের মাঝামাঝিতে অলিম্পিক্স শেষ হয়ে গেলেও গোটা অর্থবর্ষ কেটে যাওয়ার পরেও সাই অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে এখনও কোনও আর্থিক হিসেবে দেননি ক্রীড়াবিদরা, জানা গেল বুধবার মিশন অলিম্পিক্স সেলের বৈঠকে। সাইয়ের আর্থিক অডিটের পরই বিষয়টি নিয়ে আলোচনা হতেই এই খবর প্রকাশ্যে এসেছে।
টাকা কাটা হতে পারে চানুদের
জানা গেছে, এদিনের মিশন অলিম্পিক্স সেলের বেশ কয়েকজন সদস্য খেলায়াড়দের আউট অফ পকেট অ্যালাউন্স (OPA) -এর প্রাপ্য মাসিক ৫০ হাজার টাকার অনুদান থেকে বিলের অতিরিক্ত টাকা কেট নেওয়ার পর্যন্ত প্রস্তাব দিয়েছেন। এক্ষেত্রে বিমান খরচার পাশাপাশি যাতায়াত, থাকার সমস্ত খরচের কোনও বিল নাকি ক্রীড়াবিদরা দেননি।
সাড়ে আট কোটির বেশি খরচের হিসেব নেই
জানা গেছে, মোট ৩১৫ জন ক্রীড়াবিদ এখনও ৮৭৮,২৬,৯৬২-এর বেশি টাকার কোনও হিসাব জমা দেননি সাইকে। অর্থাৎ অঙ্কটা ৮ কোটি ৭৮ লক্ষেরও বেশি। যে সমস্ত ক্রীড়াবিদদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু, কুস্তিগীর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং স্প্রিন্টার হিমা দাস। এদের মধ্যে বেশ কয়েকজন অলিম্পিক্সের পদকজয়ীও রয়েছেন।
তালিকায় রয়েছে চানু-বজরংদের নাম
মীরাবাঈ চানু এখনও তিন বছর আগের ৮৮ লাখ, ৮৮ হাজার টাকারও বেশি বিল পেশ করেননি সাইয়ের কাছে। এই সময়ে, তিনি এবং জাতীয় কোচ বিজয় শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে একাধিক প্রশিক্ষণ শিবিরের জন্য সফরে গিয়েছিলেন। ভিনেশ ফোগাট, যিনি ৫০ কেজি বিভাগের ফাইনালের আগে ওজন কমাতে ব্যর্থ হওয়ার পরে একটি নিশ্চিত পদক হারাতে বসেছিলেন, তিনি দুই বছর আগের প্রায় ৪২ লক্ষ, ২২ হাজার কাটার কোনও হিসেব বা বিল জমা দেননি। টোকিও (Tokyo) অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়ার দুই বছরের বেশি সময়ে ১২লাখের বেশি টাকার বিল বকেয়া রয়েছে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও নাকি ২০২২ সাল থেকে পাঁচ লক্ষ টাকার বেশি বিল জমা দেননি দেননি, হিমা দাসেরও চার বছরে প্রায় দেড় লক্ষ টাকার বিলের হিসেব জমা দেওয়া বাকি রয়েছে।
এবার কঠোর হবে SAI?
৩১৫ জনের যে তালিকা রয়েছে, যারা এখনও হিসেব দেয়নি, তাঁদের মধ্যে ১৪৬জন বর্তমানে টপ স্কিমের আওতায় রয়েছে, বাকিরা অতীতে এই স্কিমে ছিলেন। সাইয়ের মিশন অলিম্পিক্স সেলের এক কর্তা এদিন জানান, “দেখা গেছে যে আমাদের অনেক ক্রীড়াবিদ তাদের বিল কয়েক বছর ধরে জমা দেননি, যদিও তাদের প্রত্যাবর্তনের ১৫ দিনের মধ্যে তাদের বিল পাঠানো উচিত। প্রতিটি ক্রীড়াবিদের জন্য একজন করে অ্যাথলিট রিলেশনশিপ ম্যানেজার (ARM) রয়েছেন, যার এই বিষয়গুলির দেখভাল করার কথা। ARMদের মধ্যে কয়েকজন আমাদের জানিয়েছে যে তাঁরা একাধিকবার বিষয়টি নিয়ে তাগাদা দেওয়া সত্ত্বেও, ক্রীড়াবিদরা তাঁদের বিল পাঠাননি, তাই এক্ষেত্রে তাঁদেরও হাত বাঁধা। আমরা তাদের ইমেইল এবং ফোন কলের মাধ্যমে একাধিকবার বিল জমা দেওয়ার অনুরোধ জানানোর চেষ্টা করেছি কিন্তু কিছু ক্রীড়াবিদ আমাদের ফোনও ধরেননি।এদিন মিশল অলিম্পিক্স সেলের সদস্যরা জানিয়েছেন যে কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার, তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি"।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।