মহেন্দ্র সিং ধোনির ব্যাটে একেবারেই মরচে ধরে গিয়েছে। ঝড় তুলে বোলারদের চোখে শর্ষেফুল দেখিয়ে ম্যাচ ফিনিশ করার সেই দক্ষতা আর নেই মাহির। একা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে চার-ছয় মেরে ম্যাচ জেতাতে আর পারছেন না তিনি। সত্যি ‘বুড়ো’ হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যদিও উইকেটের পিছনে এখনও ক্ষিপ্র মাহি। কিন্তু আসল জায়গায় তিনি নিরাশ করছেন বারবার। আইপিএল থেকে তাঁর অবসর নিয়েও চলছে জোর জল্পনা। তবে ধোনি এখনও নিজের অবসর প্রসঙ্গে কিছু বলেননি বা ইঙ্গিতও দেননি।
পরের বছর ধোনিকে আইপিএলে না খেলার পরামর্শ অজি প্রাক্তনীর
তবে অস্ট্রেলিয়া প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার এবং ক্রিকেট কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ক্রিকবাজে ধোনির অবসর নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করেছেন। বাস্তবের জমিতে দাঁড়িয়ে তাঁর যেটা সঠিক বলে মনে হয়েছে, সেটা বলতে তিনি দ্বিধা করেননি। তবে তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। তিনি পরামর্শ দিয়েছেন যে, পরবর্তী আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকা উচিত নয় এমএস ধোনির।
২০২৫ সালের হতাশাজনক পারফরম্যান্স করেছে সিএসকে। সঙ্গে ধোনিও। আর চেন্নাইয়ের বেহাল দশা দেখে অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন যে, ধোনির এখন আইপিএল থেকে অবসর নেওয়া উচিত। সে সবকিছু অর্জন করেছে, এখন তাকে নিজেকে কিছু প্রমাণ করার দরকার নেই। গিলির স্পষ্ট দাবি, ‘ধোনির কারও কাছে কিছু প্রমাণ করার আর কিছু নেই। সে জানে, কী করতে হবে, কিন্তু ভবিষ্যতের জন্য… হয়তো পরের বছর ওর আইপিএল খেলার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি এমএস, তুমি একজন চ্যাম্পিয়ন এবং একজন আইকন। তবে এখন সামনের দিকে তাকানো গুরুত্বপূর্ণ।’ ধোনির অবদান এবং কিংবদন্তি মর্যাদার প্রশংসা করার পাশাপাশি, গিলক্রিস্ট সিএসকে-র পুনর্গঠনের কথা বিবেচনা করে সামনের দিকে তাকানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন।
যদি শরীর ফিট থাকে, তাহলে আগামী বছরও ধোনি আইপিএল খেলবেন
প্রসঙ্গত, অ্যাডাম গিলক্রিস্ট যখন ধোনির খারাপ পারফরম্যান্সের কারণে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন, তখন ধোনি বলছেন যে, যতদিন তাঁর শরীর তাঁকে সমর্থন করবে, ততদিন তিনি আইপিএল খেলবেন। এই মরশুমেই আইপিএল চলাকালীন এমন দাবি করেছেন ধোনি। তিনি বলেছিলেন, ‘এখন আমি শুধু ছোটবেলার মতো ক্রিকেট উপভোগ করতে চাই। এখন আমি ভাবি প্রতি বছর, যদি আমার শরীর অনুমতি দেয় তাহলে আমি খেলব।’ এর অর্থ, যদি তিনি আগামী বছর ফিট থাকেন, তাহলে তিনি অবশ্যই ২০২৬ সালের আইপিএলেও খেলবেন।