ক্রিকেট তারকা বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি IPL 2025-এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে সঞ্জয় মঞ্জরেকরের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর-এর সমালোচনার জবাব দিয়েছেন বিরাট কোহলির দাদা। মঞ্জরেকর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং বলেন, বুমরাহ বনাম কোহলি আর ‘সেরা বনাম সেরা’ দ্বৈরথ নয়। কারণ মঞ্জরেকরের মতে কোহলি এখন আর তাঁর সেরা ফর্মে নেই। এমনকি IPL ২০২৫-এ সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও মঞ্জরেকর কোহলিকে তাঁর শীর্ষ ১০ ব্যাটারের তালিকা থেকে বাদ দিয়েছেন।
সঞ্জয় মঞ্জরেকরকে নিয়ে কী বলেছিলেন বিরাট কোহলির দাদা-
এই মন্তব্যের জবাবে বিকাশ কোহলি লেখেন, ‘সঞ্জয় মঞ্জরেকরের ওডিআই কেরিয়ারের স্ট্রাইক রেট মাত্র ৬৪.৩১, ২০০-র ওপর স্ট্রাইক রেট নিয়ে কথা বলা তার পক্ষে সহজ।’
সঞ্জয় মঞ্জরেকর বিরাট কোহলিকে নিয়ে কী বলেছিলেন?
৭ই এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ন্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ঘিরে মূল আকর্ষণ ছিল বিরাট কোহলি বনাম চোট কাটিয়ে ফেরা জসপ্রীত বুমরাহর দ্বৈরথ। স্টার স্পোর্টস-এ কথা বলার সময় সঞ্জয় মঞ্জরেকর বলেন, বুমরাহ বর্তমানে তার কেরিয়ারের চূড়ায় রয়েছেন, আর কোহলির সেরা দিন পেরিয়ে এসেছে, তাই এটা ‘সেরা বনাম সেরা’ দ্বৈরথ নয়।
আরও পড়ুন … আইনি প্যাঁচে ফেঁসেছে IPL 2025-এর রোবট কুকুর ‘চম্পক’! দিল্লি হাই কোর্টে উঠল মামলা
তিনি বলেন, ‘বিরাট কোহলি তার সেরা ফর্মে ছিলেন ৫-৬ বছর আগে। জসপ্রীত বুমরাহ এখন তার পিক-এ রয়েছে। বুমরাহর পারফরম্যান্স ক্রমাগত উন্নত হচ্ছে। কোহলির পারফরম্যান্স এক সময় শীর্ষে ছিল, কিন্তু এখন আর নয়। তাই এটা সেরা বনাম সেরা ম্যাচআপ নয়।’
দুই সপ্তাহ পর, মঞ্জরেকর X -এ একটি পোস্ট করেন, যেখানে তিনি ‘ব্যাটিং-ভিত্তিক একমাত্র প্রাসঙ্গিক তালিকা’ শেয়ার করেন, যাতে IPL ২০২৫-এর সাতজন ব্যাটারের নাম, রান সংখ্যা এবং স্ট্রাইক রেট ছিল। কিন্তু সেই তালিকায় কোহলির নাম ছিল না।
আরও পড়ুন … ২০২৬ সালের এশিয়ান গেমসে জায়গা পেল ক্রিকেট ও MMA! সেপ্টেম্বরে-অক্টোবরে জাপানে বসবে আসর
বিরাট কোহলি IPL ২০২৫-এ দুর্দান্ত ফর্মে আছেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দশ ইনিংসে ষষ্ঠ অর্ধশতক হাঁকান এবং দলকে অপরাজিত অ্যাওয়ে রেকর্ড বজায় রাখতে সাহায্য করেন। তারপরেও কেন সঞ্জয় মঞ্জরেকর তাঁর তালিকায় কোহলির নাম রাখলেন না সেটা নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। এই সময়ে বিরাট কোহলির ভাইয়ের পোস্ট নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে।
এদিকে দিল্লি ম্যাচের পরে বিরাট কোহলি বলেছিলেন, ‘এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পিচ দেখে। আগের কয়েকটা ম্যাচের তুলনায় আজকের উইকেটটা আলাদা আচরণ করছিল। রান তাড়া করার সময় আমি বারবার ডাগআউটের সঙ্গে যোগাযোগ রাখি—আমরা কি রানে ঠিক আছি?’ তিনি ব্যাখ্যা করে বলেন কিভাবে রান তাড়ার পরিকল্পনা করেছিলেন। বিরাট কোহলি বলেছিলেন, ‘বোর্ডে কত রান আছে, কন্ডিশন কেমন, কে বোলিং করতে আসবে, কাকে খেলতে অসুবিধা হতে পারে—সব মাথায় রেখে প্ল্যান করি। আমি নিশ্চিত করি যাতে আমার সিঙ্গেল-ডাবল বন্ধ না হয়, খেলাটা থেমে না যায়।’
কোহলি বলেন, ‘মানুষ এখন পার্টনারশিপের গুরুত্ব ভুলে যাচ্ছে। এই টুর্নামেন্টে সেটা আবার সামনে এসেছে। বোলারদের উপর আধিপত্য তৈরি করতে হলে পেশাদারিত্ব ও বোঝাপড়ার দরকার।’ চলতি মরশুমে IPL-এর বেশিরভাগ পিচ ধীর গতির হলেও, বিরাট কোহলি ও কে এল রাহুল সেই পরিস্থিতির সঙ্গে সফলভাবে মানিয়ে নিয়েছেন।