দাঙ্গাকারীদের নিন্দা ট্রাম্পের,প্রতিশ্রুতি দিলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের
Updated: 08 Jan 2021, 10:46 AM IST HT Bangla Correspondent যেভাবে ট্রাম্প সমর্থকরা মার্কিন সংসদের মধ্যে ঢুকে দাঙ্গা, হাঙ্গামা করেছে তার পর কোণঠাসা রাষ্ট্রপতি। একই সঙ্গে সংসদের যৌথ অধিব🐈েশনে শংসাপত্র পেয়ে গিয়েছেন জো বাইডেন। ক্যাপিটলে হামলার নিন্দা করে ইস🍌্তফা দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের অনেকে। এর জেরে অনেকটাই সুর নরম ডোনাল্ড ট্রাম্পের। ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন যে যারা হিংসা ও ধ্বংসের পথ বেছে নিয়েছে, তারা আমেরিকার প্রতিনিধি নয়। যারা আইন ভেঙেছে, তাদের এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প বলেন যে হাড্ডাহাড্ডি ♔লড়াইয়ের পর ভোট প্রক্রিয়া শেষ হয়েছে ও এখনও সবাই খুব উত্তেজিত। কিন্তু এবার শান্ত হওয়ার সময় বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি জো বাইডেনের নাম না নিয়ে তিনি বলেন কংগ্রেস সার্টিফিকিটে দিয়েছে তাই এখন শান্তিপূর্ণ ও বিনা সমস্যায় ক্ষমতা হস্তান্তরের ওপর তারা জোর দেবেন। তবে ভবিষ্যতে যে ফের তিনি ভোট🥂ে দাঁড়াতে পারেন, এদিন তারও ইঙ্গিত দিয়ে রাখেন ডোনাল্ড ট্রাম্প।