ভুয়ো ভোটার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বাংলার রাজনীতিতে। সেই আবহে এবার শাসকদলের সঙ্গে যুক্ত একটি ভোট সমীক্ষা সংস্থার নাম করে নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানা এলা🌄কায়। জানা গিয়েছে, ধৃতরা পশ্চিম বর্ধমানের বরাকর এবং ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা।
আরও পড়ুন: তৃণমূলের কাউন্সিলরই ‘ভূতু🥂ড়ে ভোটার’? চাকদাবা♎সী হয়েও রানাঘাটের তালিকাতেও নাম!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কোথাও ভোট সমীক্ষক হিসেবে আবার কোথাও কেন্দ্রীয় সরকারি বলে হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা পূর্ণ আবহে কেন তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন। কী তাঁরা এই কাজ করছিলেনে? তাঁদের উদ্দেশ্য কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার পাঁচমুড়া এলাকায় ওই পাঁচজন বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন। বিভিন্ন ধরনের তথ্য জানতে চাইছিলেন তাঁরা। তা নিয়ে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের প্রথমে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসঙ্গতিপূর্ণ মনে হলে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা নিজেদের সঠিক পরিচয় পত্র ꦬদেখাতে পারেননি। তাঁরা তৃণমূলের একটি সমীক্ষা সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করলেও সেই সংক্রান্ত কোনও তথ্য দেখাতে পারেননি। এরপরই তাঁদের গ্রে♏ফতার করা হয়।