পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সি෴ঁদুর’ করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। আর তাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন দেশের তামাম বিরোধী রাজনৈতিক দলের নেতা–নেত্রীরা। হামলার ১৫ দিনের মাথায় এমন যোগ্য জবাব দেওয়ায় দেশবাসী এখন আনন্দিত। সিঁদুরের জবাব পাল্টা স🔯িঁদুরে মেঘ দেখিয়ে দিয়েছে ভারত। এই আবহে ‘অপারেশন সিঁদুর’–এর পরই এবার গোটা পুলিশবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিল লালবাজার। কারণ যে কোনও মুহূর্তে অঘটন ঘটতে পারে। অর্থাৎ দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।
এই আবহে ব্ল্যাক আউট থেকে শুরু করে সাইরেন বাজতে পারে। তখন নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে জীবনযাপন স্বাভাবিক রাখতে এখন থেকেই পুলিশবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত লোকাল থানাকে চারদিকে খোঁজ রাখতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা এলাকা ভিত্তিতে খতিয়ে দেখতে বলা হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ক্লাব–সহ নানা সংগ🍎ঠনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। যাতে একদিকে নাগরিকদের প্রস্তুত রাখা যায়। না হলে প্যানিক তৈরি হবে। অপরদিকে পুলিশের সাহায্য যাতে পায় মানুষজন।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদলের তোড়জোড়, কবে হবে এই বদল?
অন্যদিকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এখন যেন আমাদের মধ্যে কোন বিভেদ না থাকে। সবাই আমরা দেশের পক্ষে।’ আর লালবাজারের পক্ষ থেকে রাতের বেলায় বিশেষ করে অফিসারদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে তলব কর🌞া মাত্রই উপস্থিত হতে পারেন তাঁরা। পুলিশকর্মীদের সবাইকে উপস্থিত নি꧑শ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। যাতে শহরের নাগরিকরা কোনও সমস্যায় পড়লেই যেন পুলিশের সাহায্য পায়।