কলকাতা রাস্তায় প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২ এবং ২০২৩ সালে শহর কলকাতায় বেসরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যথাক্রমে ২১ ও ২৪ জনের। আর এই সংখ্যা ছাপিয়ে ২০২৪ সালে বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬৭ জনের। এছাড়াও সম্প্রতি শহরে বেশ কয়েকটি বাস দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় শহর কলকাতায় বাস দুর্ঘটনা কমাতে অ্যাপ আনার কথা আগেই জানিয়েছিল রাজ্য পরিবহণ দফতর। সেই মতোই চালু হতে চলেছে এই অ্যাপ। সূত্রের খবর, কোনও সমস্যা না দেখে দিলে আগামী শনিবার এই অ্যাপ চালু করা হবে। ‘হোয়ার ইজ মাই বাস’ এই অ্যাপকে সামনে রেখে নতুন অ্যাপটি আনা হচ্ছে, যার নাম ‘যাত্রী সাথী ড্রাইভার’।
আরও পড়ুন: পার্ক স্ট্রিটে ভয়ঙ্কর দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা বাসের, শূন্যে সামনের দুই চাকা
সাধারণত দেখা গিয়েছে, কলকাতায় বাস দুর্ঘটনার।অধিকাংশ ক্ষেত্রেই অন্যতম কারণ হল বেশি গতি। এই অ্যাপের সাহায্যে বাসের গতির উপর নজরদারি চালাতে পারবে পরিবহণ দফতর এবং পুলিশ। পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, এই অ্যাপ চালু হলে চালক বাস যাত্রা শুরু করার আগে এই অ্যাপে লগ ইন করবেন। এরপর এই অ্যাপের মাধ্যমেই পুলিশ এবং পরিবহণ দফতর বাসের গতির ওপর নজরদারি চালাবে। যদি কোনও ক্ষেত্রে বাসের গতি বেশি হয় তা যেমন সরাসরি জানতে পারবে পুলিশ, তেমনি হঠাৎ করে বাসের গতি কমে গেলে সেই বিষয়টিও জানতে পারবে। সাধারণত দুর্ঘটনা ঘটলে বাসের গতি অস্বাভাবিকভাবে কমে যায়। সেক্ষেত্রে সহজে বোঝা যাবে কোথায় বাসটির গতি হঠাৎ করে কমছে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি বাসকে এই অ্যাপের অধীনে আনা হয়েছে। ধীরে ধীরে কলকাতার পাশাপাশি শহরতলির বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনা হবে।।ইতিমধ্যে সরকারি বাস চালকদের পাশাপাশি, বেসরকারি বাসের চালকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পাটুলি এবং মধ্যমগ্রামে ৪৫ এবং ২২৩ নম্বর রুটের বেসরকারি বাসের চালকরা এই প্রশিক্ষণ পেয়েছেন। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। তাদের বক্তব্য, বাস দুর্ঘটনা কমলে সকলেই উপকৃত হবেন। তাই এনিয়ে রাজ্য সরকারকে সহযোগিতা করবে। নতুন অ্যাপ চালুর বিষয়ে পরিবহণ দফতরকে সহযোগিতা করা হয়েছে।