ভারতের সংস্কৃতি এবং আতিথেয়তা সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করে। এমনকী অনেক বিদেশি পর্যটক সৌন্দর্য এবং ঐতিহ্যতে মুগ্ধ হয়ে ভারতেই স্থায়ী বসবাস করতে শুরু করেন। তাঁদের মধ্যেই একজন রাশিয়ার পলিনা আগরওয়াল। যিনি পাঁচ দিনের জন্য ভারতে এসে, গত পাঁচ বছর ধরে এখানেই বসবাস করছেন। শুধু তাই নয়, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘর্ষের আবহে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে ভারতকে নিজের বাড়ি বলে দাবি করেছেন ওই রুশ মহিলা।আর ইনস্টাগ্রামে তাঁর সেই ভিডিও ভাইরাল হতেই মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
জানা গেছে, পলিনা এ দেশে ভ্রমণে এসে এক ভারতীয় যুবকের প্রেমে পড়েন। তারপরে পরিবারের সম্মতিতে তাঁরা বিয়ে করেন।আর ফিরে জননী রাশিয়ায়। বরাবরের মতো ভারতেই থেকে যান পলিনা। সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইনস্টাগ্রামে পলিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই রুশ বধূ বলেন, 'আমার রাশিয়ান দিদিমা খবরটি পড়ে আমাকে বাড়ি ফিরে আসতে বললেন। আমি উত্তর দিলাম, কোন বাড়ি? আমি এখন ভারতের গুরগাঁওয়ের বাড়িতে আছি।' তিনি আরও বলেন, 'ভারতীয় সেনাবাহিনীর কাছে উন্নত অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে - যা রাশিয়া নিজেই সরবরাহ করেছে। পাশাপাশি ভারতীয় সেনাদের নিষ্ঠা আছে, যার জন্য আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারি। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বলেই আমরা শান্তিতে জীবনযাপন করি। এবং আমরা খেয়ালও করি না যে কিছু ঘটছে।'
এরপরেই সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে পলিনা আগরওয়াল জানান, 'আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের নিষ্ঠার জন্য আমি কৃতজ্ঞ। আমি ভারতকে আমার শান্তিপূর্ণ বাসস্থান বলতে পারি।'
ইতিমধ্যে ভিডিওটি ১.২২ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।এবং নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন ওই রুশ বধূ। অনেকেই পলিনার কথায় অনুপ্রাণিত হয়েছেন।একজন নেটিজেন বলেছেন, 'সুন্দরভাবে বলা হয়েছে! আমাদের সেনাদের নিষ্ঠা এবং সাহসিকতার জন্য সত্যিই কৃতজ্ঞ যারা প্রতিদিন আমাদের রক্ষা করে। তাদের আত্মত্যাগ সঙ্গে এস-৪০০ এবং আকাশের মতো প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের সাহসী সেনাদের কুর্নিশ।' আরেকজন লিখেছেন, 'অন্য দেশের কেউ আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি এত ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করছে দেখে খুবই ভালো লাগছে।' আরেকজন নেটিজেন বলেছেন, 'কি সুন্দর এবং শক্তিশালী বার্তা। আমাদের সেনাবাহিনীকে কুর্নিশ, এবং পলিনা আমাদের শান্তি রক্ষাকারী শক্তি এবং ত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।'