বাবা হতে চলেছেন আদৃত রায়। যদিও এই আদৃত কিন্তু ‘মিত্তির বাড়ির’ নায়ক নন, বরং ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র। যে ভূমিকায় দেখা মিলছে সুস্মিত মুখোপাধ্যায়ের। নতুন প্রোমো নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কারণ রায় বাড়ির ছেলে, আদৃত বাবা হতে চলেছেন। তবে টুইস্ট হল, শুধু নিজের বউ শুভলক্ষ্মীর নয়, বান্ধবী মোহনারও।
দেখা গেল দাদু আর ঠাম্মির বিবাহবার্ষিকীর দিনই আসে সুখবর। জানা যায়, মা হতে চলেছে শুভলক্ষ্মী। ফের বাবা হতে চলেছে আদৃত। যা শুনে রীতিমতো খুশির ঝড় বয়ে যায় রায় বাড়িতে। আর ঠিক তখনই বেজ ওঠে আদৃতের হাতের ফোন। তাতে নাম উঠে আসে মোহনার।
আর এরপর দেখা যায়, আদৃতের বাড়ির বাইরে অপেক্ষা করছে মোহনা। সে আদৃতকে বেরিয়ে এসে বলে, ‘কী এমন ব্যাপার মোহনা, যে বারবার ফোন করে চলেছ। কী বলবে বলো’! তাতে মোহনা জানায়, ‘আমি তোমার সন্তানের মা হতে চলেছি আয়ান।’ এদিকে, মোহনা আর তার স্বামীর মধ্যে হওয়া কথা শুনে ফেলে শুভলক্ষ্মী। এবার কী হবে?
গৃহপ্রবেশে এর আগে দেখা গিয়েছিল, এক দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলে আদৃত। তাকে উদ্ধার করে চিকিৎসা করে মোহনা, যে পেশায় ডাক্তার। এদিকে, সব ভুলে যাওয়া নিজের রোগীকে ভালোবেসে ফেলে সে, আশ্রয় দেয় বাড়িতে নাম রাখে আয়ান।
এদিকে মোহনার দাদার সঙ্গে আবার স্বামীহারা, এক ছেলের মা শুভলক্ষ্মীর বিয়ে ঠিক হয়। কিন্তু সেই বিয়ের দিনই এসে পৌঁছয় আদৃত। ফলে ভেঙে যায় বিয়ে। একটা সময় আদৃতেরও মনে পড়ে যায় পুরনো সব স্মৃতি। কিন্তু আদৃত আর শুভলক্ষ্মীকে কাছাকাছি আসতে দেখে মেনে নিতে পরে না মোহনা। একের পর এক ষড়যন্ত্র করে চলে সে! এবার দেখার এই মা হওয়ার গল্পটাও সেরকমই কিছু কি না!
শুভলক্ষ্মীর চরিত্রে দেখা মিলছে উষসী রায়ের। আর মোহনার চরিত্রে রয়েছেন কৌশাম্বি চক্রবর্তী। মজার ব্যাপার হল, কৌশাম্বির স্বামীর নামও আদৃত রায়। দুজনের আলাপ হয়েছিল জি বাংলার মিঠাই ধারাবাহিকের সেটে। এরপর ২০২৪ সালের মে মাসে বিয়ে করেন দুজনে।