অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দক্ষিণের অভিনেত্রী হলেও, বর্তমানে বলিউডেও নিজের পরিচিত তৈরি করেছেন। বিশেষ করে সামান্থাকে নিয়ে চর্চা হয়, যখন তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ে করেন শোভিতা ধুলিপালাকে। এমনকী, শোভিতা ও নাগার বিয়ের ছবিতেও চলে শাপশাপান্ত। শোনা যেতে থাকে, শোভিতার কারণেই নাকি আসলে ভাঙে নাগা ও সামান্থার সংসার।
তবে এরই মাঝে সামান্থা তাঁর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। আর চর্চার আরও বেশি কারণ হল, রাজ নিদিমোরু বিবাহিত। সামান্থা সম্প্রতি দ্য ফ্যামিলি ম্যান-এর পরিচালক রাজের সঙ্গে ছবি দিতেই তাই চোখ ওঠে সকলের কপালে। এবার ইঙ্গিতবাহি পোস্ট এল রাজ নিদিমোরু-র স্ত্রী শ্যামলী দে-র প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়াতে। আসুন জেনে নেই তিনি কী লিখেছেন?
নিদিমোরুর স্ত্রী-র পোস্ট
চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর স্ত্রী শ্যামলী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছিলেন। এই পোস্টে শ্যামলী ‘ভালোবাসা’ এবং ‘আশীর্বাদ’ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা শেয়ার করেছেন। তবে নেটপাড়ার ধারণা, এটি আসলে সামান্থা ও রাজের প্রেম-গুঞ্জনের সঙ্গেই জড়িত।
তাঁর পোস্টে লেখা ছিল, ‘আমি তাদের সকলকে আশীর্বাদ এবং ভালোবাসা পাঠাচ্ছি, যারা আমার কথা ভাবেন, আমাকে দেখেন, আমাকে শোনেন, আমার সম্পর্কে শোনেন, আমার সঙ্গে কথা বলেন, আমার সম্পর্কে পড়েন, আমার সম্পর্কে লেখেন এবং আজ আমার সঙ্গে দেখা করেন।’
যদিও তিনি পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে নোটটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই পোস্টটি সেইদিনই শেয়ার করা হয়, যখন সামান্থা রাজ নিদিমোরুর সঙ্গে এয়ারপোর্টে তোলা সেলফিটি শেয়ার করেছিলেন।

সামান্থা-রাজের সেলফি
প্রসঙ্গত, সামান্থা রুথ প্রভু তাঁর ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে সামান্থাকে রাজ নিদিমোরুর সঙ্গে ফ্লাইটে সেলফি তুলতে দেখা যাচ্ছে, অন্যগুলিতে তিনি ছবির টিম এবং ব্যানারের সঙ্গে। ছবিতে সামান্থা রাজের কাঁধে মাথা রেখেছেন, বেশ মাখোমাখো অবস্থাতেই তোলা হয়েছে সেলফিটি।
সামান্থা এবং রাজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-তে একসঙ্গে কাজ করেছিলেন। এরপর তারা ‘সিটাদেল হানি’-তেও একসঙ্গে কাজ করেন। এবং এখন তারা ‘রক্ত ব্রহ্মাণ্ড’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩-তেও একসঙ্গে কাজ করতে চলেছেন। তাহলে কি এই একসঙ্গে কাজ করাই, প্রেমে ফেলে দিল রাজ ও সামান্থাকে, নিজের বউকেও ভুললেন দক্ষিণের পরিচালক?