শ্যুটিং করে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া নেহাত মুখের কথা নয়। তাও যদি সেটা হয় মাধ্যমিক, উচ্চমাধ্যিক কিংবা CBSE বোর্ডে দশম কিংবা দ্বাদশ শ্রেণির পরীক্ষা, তাহলে তো সেটা কঠিন বটেই। তবে এবার ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করেও ভালো রেজাল্ট করে দেখিয়ে দিয়েছেন বাংলা টেলিভিশনের ৩ নায়িকা। এদের মধ্যে রয়েছেন 'মিত্তির বাড়ি'র ‘জোনাকি’ ওরফে পারিজাত চৌধুরী, ‘পূবের ময়না’র ‘ময়না’ ওরফে ঐশানী দে এবং 'তুই আমার হিরো' সিরিয়ালের 'আরশি' অর্থাৎ মোহনা মাইতি। আর এই তিনজন অভিনেত্রীই শ্যুটিংয়ের ফাঁকে পড়াশোনা করেও দারুণ রেজাল্ট করেছেন।
এবিষয়ে Hindustan Times Bangla-র তরফে ফোন করা হয় ছোটপর্দার 'আরশি' ওরফে মোহনা মাইতির সঙ্গে। কেমন রেজাল্ট হয়েছে মোহনার?
মোহনা মাইতি জানান, ‘আমি পার্সেন্টেজটা সকলকে জানাতে চাই না। তবে রেজাল্ট ভালো হয়েছে। আমি যতটা ভালো ছাত্রী, যতটা আশা করেছিলাম, ততটা ফল পাইনি। তবে তারপরেও বলব রেজাল্ট ভালো হয়েছে। আমার বাবা-মাও এতে খুশি। ওনারা যদিও আমায় কোনওদিনই চাপ দেননি। আমার যেটা ভালো লাগে, সেটাই করতে দিয়েছেন।'
কোন স্কুলের ছাত্রী আর বিষয় কী ছিল?
মোহনা জানান, ‘আমি সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর স্কুলের পিওর সাইন্সের ছাত্রী। দশম শ্রেণি থেকে এই স্কুলে পড়ছি। অ্যাটেনডেন্স ছাড়া তো স্কুল পরীক্ষায় বসার অনুমতি দেয় না। সেক্ষেত্রে আমার এই স্কুল খুব সাপোর্ট করেছে। আমি শুধু পরীক্ষার সময় আর নোট নিতেই সেখানে যেতাম।
আমি লিটারেচার (সাহিত্য) কিংবা সায়েন্স (বিজ্ঞান) যে কোনও একটা বিষয় নিয়ে এবার পড়াশোনা করব। তবে কোনটা বাছব, সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি। মা-বাবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। কাজ সামলে কোনটা নিয়ে পড়াশোনা করতে সুবিধা হবে, সেটাও ভেবে দেখতে হবে।’
শ্যুটিং সামলে পড়াশোনা কীভাবে করতেন?
মোহনা বলেন, ‘ভীষণ শ্যুটিংয়ের চাপ। আমি পরীক্ষা দিয়ে এসেও রাতে শ্যুট করেছি। এমনিতে রোজ সারাদিন শ্যুটিং-এর পর রাতে ফিরে পড়তে বসতাম। ভোর ৪-৫টা পর্যন্ত পড়াশোনা চলত। তারপর ঘুমাতাম। কিছুক্ষণ ঘুমিয়ে আবার শ্যুটিং। শ্যুটিংয়ের ফাঁকেও সুযোগ পেলে পড়তাম। তাই সবকিছু মিলেয়ে যা ফল হয়েছে তাতে আমি এবং আমার বাবা-মা সকলেই খুশি।’
অভিনয় কেরিয়ার-টাই নিশ্চয় ধরে রাখতে চান?
হ্য়াঁ, অবশ্যই। অভিনয় করতে ভালো লাগে। এটা আমায় আনন্দ দেয়। তবে আমি পড়াশোনা করতেও ভালোবাসি। স্কুলে বরাবরই ভালো রেজাল্ট করতাম। তাই পড়াশোনাটাও চালিয়ে যেতে চাই।
প্রসঙ্গত, ২০২১-এ 'ডান্স বাংলা ডান্স'-এর প্রতিযোগী হিসাবে নজর কাড়েন মোহনা মাইতি। এরপর তিনি 'গৌরী এলো' ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন, সাফল্যও আসে। এরপর তাঁকে দেখা যায়, 'কে প্রথম কাছে এসেছি' সিরিয়ালে, সিঙ্গল মায়ের ভূমিকায়। আর এবার রুবেলের সঙ্গে জুটি বেঁধে 'তুই আমার হিরো' সিরিয়ালে অভিনয় করছেন মুর্শিদাবাদের মেয়ে মোহনা মাইতি।