নতুন বেঙ্গল টপারের সন্তান মিলল চলতি সপ্তাহে। আর অনেকেই আসলে ভাবেননি কখনো এমনটাও হতে পারে। আর সেটা হল, টিআরপিতে সবার উপরে পরশুরাম আজকের নায়ক। যদিও আইপিএলের কারণে, ধারাবাহিকদের রেটিং বেশ কমেছে। তবুও পরিণীতাকে যে হারিয়ে দেবে পরশুরাম, তা ভাবা যায়নি কখনো।
চলতি সপ্তাহে স্টার জলসার পরশুরাম পেল ৬.৮ রেটিং। আর স্লট হারিয়ে পরিণীতা পেল ৬.৩। শুধু তাই নয়, নেমে এল তিন নম্বরে। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী (৬.৫)। তৃতীয় স্থানে পরিণীতার সঙ্গে যৌথভাবে রয়েছে ফুলকিও। আর চার নম্বরে রাঙামতি তীরন্দাজ, রেটিং পেয়েছে ৬.২। প্রথম পাঁচে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটিও। নম্বর এসেছে ৫.৪। গত সপ্তাহেও গৃহপ্রবেশের রেটিং ছিল ৫.০, ছিল ৭ নম্বরে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে আদৃত-মোহনা আর শুভলক্ষ্মীর মধ্যে তৈরি হওয়া ত্রিকোণ প্রেমের আবহ, উপভোগ করছেন দর্শকরা।
দেখে নিন টিআরপির সেরা দশ
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৬.৮)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৬.৫)
তৃতীয়: ফুলকি/ পরিণীতা (৬.৩)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.২)
পঞ্চম: গৃহপ্রবেশ (৫.৪)
ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার/ কথা (৫.৩)
সপ্তম: চিরসখা (৫.২)
অষ্টম: অনুরাগের ছোঁয়া + রোশনাই (১৫ মিনিট) (৪.৮)
নবম: গীতা এলএলবি (৪.১)
দশম: মিত্তির বাড়ি (৩.৯)
এদিকে, চিরদিনই তুমি যে আমার-এর রেটিং কিন্তু কমেছে। গত সপ্তাহে পাঁচ নম্বরে থাকলেও, এই সপ্তাহে তা সোদা ছয়ে। আর সঙ্গে ছয় নম্বরে রয়েছে কথাও। প্রাপ্ত রেটিং ৫.৩। সপ্তমে টিরসখা। শুরুর থেকেই সেভাবে টিআরপিতে দখল নিতে পারেনি এই মেগা। তা সে যতই কমলিনী আর নতুন কাকুর সম্পর্ক নিয়ে নেটপাড়ায় আলোচনার ঝড় হয়ে বয়ে যাক না কেন!
একসময়ের টপার গীতা এলএলবিও কিন্তু নেমে এসেছে নবম স্থানে, পেয়েছে ৪.১। আর দশে? সেই মিত্তির বাড়ি। এবারেও টেনেটুনে ১০ নম্বর স্থানে ধ্রুব-জোনাকি।
এদিকে নন ফিকশনেও কিন্তু বেশ খারাপ হাল। ডান্স বাংলা ডান্স এবার যেন হালে পানি পাচ্ছে না। রেটিং মাত্র ৪.৪। সেখানে সানডে ফিকশন ৪.৭। শুভশ্রী-অঙ্কুশ, যিশু-মিঠুন-কৌশানিদের মতো টলিপাড়ার বাঘাবাঘা তারকাদের এনেও কোনো কাজের কাজ হল না।