ফের বিতর্কে জড়ালেন শাকিব আল হাসান। শেয়ার বাজারে কারচুপি করার অভিযোগে বিএসইসি (BSEC) এবার শাকিব আল হাসানকে বাংলাদেশি মুদ্রায় ২.২৬ কোটি টাকা জরিমানা করা হল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানকে শেয়ারের দামে কারসাজির অভিযোগে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে।
বিএসইসির এপ্রিল মাসের প্রয়োগকারী কার্যক্রমের প্রতিবেদনে বলা হয়েছে, শাকিবসহ মোট ১৩ জনকে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে, যাদের বিরুদ্ধে সোনালী পেপার শেয়ারের দাম দুই দফায় সমন্বিতভাবে বাড়িয়ে তোলার অভিযোগ রয়েছে। জরিমানাপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন- আবুল খায়ের (হিরু), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফারিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতবর, মোহাম্মদ বশর, মনার্ক হোল্ডিংস, মনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটঅ্যাভিয়ন ও জাভেদ এ মাতিন।
কারসাজির সময়কাল ছিল ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে সোনালী পেপার শেয়ারের দাম ১২৬% বেড়ে বাংলাদেশি মুদ্রায় ৯৫৭.৭০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এ সময়ে কারসাজিকারীরা বাংলাদেশি মুদ্রায় ৩৩.৬৩ কোটি টাকা লাভ তুলেছে এবং বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি টাকা অমুদ্রিত লাভ রয়েছে বলে তদন্তে জানা যায়।
আরও পড়ুন … দক্ষিণ আফ্রিকার তারকারা BCCI-এর চাপে WTC Final-এর প্রস্তুতি পিছিয়ে দিতে পারে: রিপোর্ট
বিএসইসির তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্র গঠন করে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছে, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। কমিশনে দাখিল করা এক লিখিত বিবৃতিতে আবুল খায়ের শাকিব আল হাসানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অনিচ্ছাকৃত ভুলের জন্য যা সম্পূর্ণ অজ্ঞতা থেকে হয়েছে, ইচ্ছাকৃত নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকব।’
আরও পড়ুন … বিরাট দলে সাধারণ ক্রিকেটার হয়ে থাকতে চাননি… কোহলির অবসরের কারণ ব্যাখ্যা করলেন নাসের হুসেন
২০২৪ সালের এপ্রিল মাসে বিএসইসি মোট ২৪ জনকে চারটি কোম্পানির শেয়ার কারসাজির জন্য বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি টাকা জরিমানা করেছে। কোম্পানিগুলো হল: এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং জেমিনি সি ফুড।
আরও পড়ুন … কোন দল বিদেশিদের নিয়ে কতটা চাপে? WTC Final ও ENG vs WI সিরিজ IPL 2025-এ কতটা প্রভাব ফেলবে?
এদের মধ্যে, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সৈয়দুর রহমান এবং তার সহযোগীদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য ১ কোটি ৯৭ লাখ টাকা, নূরজাহান বেগম ও তার সহযোগীদের ৭৬ লাখ টাকা, জেমিনি সি ফুড শেয়ারের কারসাজির জন্য পাঁচ জনকে ৩ কোটি ৮৫ লাখ টাকা এবং আবুল খায়ের ও তার সহযোগীদের এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারের কারসাজির জন্য আরও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। (সমস্ত অর্থটাই বাংলাদেশি মুদ্রার অঙ্ক)