ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি, ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে প্রতারণা-সহ বিভিন্নভাবে সাইবার প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এইসব প্রতারণার পর প্রতারকরা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। কলকাতায় হানা দিয়ে চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করল বেঙ্গালুরু সিটি পুলিশ। মঙ্গলবার আনন্দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার পরেও তাদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে পারল না পুলিশ। গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেয় আদালত।
আরও পড়ুন: SSKM থেকে চুরি ডাক্তারবাবুর মোবাইল, ফেরতের টোপ দিয়ে লুট লক্ষ-লক্ষ টাকা!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বেঙ্গালুরু এবং আমদাবাদের একাধিক থানায় সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের নাম হল- রঞ্জিত আর এস, জোয়েল জিবরাজ কর্কড়া, আকারন আর নাথান এবং আশিস রবীন্দ্র নাথান। জানা গিয়েছে, এর আগেও এই ৪ অভিযুক্তকে সাইবার প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। এরপর বেঙ্গালুরু থেকে কলকাতায় চলে আসে। তারপর কলকাতার একটি হোটেলে অভিযুক্তরা উঠেছিল। পরে কলকাতাতেই তারা পাকাপাকিভাবে থাকতে শুরু করে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই তারা আনন্দপুর থানা এলাকায় ঘরভাড়া নিয়েছিল। সেখানেই থাকতে শুরু করে তারা। তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রতারণা এবং ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে টাকা হারানোর অভিযোগই বেশি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মূলত বেঙ্গালুরু এবং আমদাবাদের বাসিন্দাদের টার্গেট করত। গ্রেফতারের পর বুধবার দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তবে গ্রেফতারি পরোয়ানা এবং অ্যারেস্ট মেমোতে ত্রুটি থাকায় বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেন বিচারক। চারজনকে ২ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারক। এই অবস্থায় পুলিশ গ্রেফতারি প্রক্রিয়াই ত্রুটি সংশোধনের কাজ করছে বলে জানা গিয়েছে।