সিবিএসই বোর্ড পরীক্ষার কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সর্বভারতীয় সেরা পড়ুয়াদের তালিকায় পশ্চিমবঙ্গের কতজন জায়গা করে নিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে বিভিন্ন স্কুলের টপারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনেকেই সর্বভারতীয় মেধাতালিকায় জায়গা করে নিতেন। তাছাড়াও কলকাতা ও হাওড়ার কয়েকটি স্কুলের টপারদের তালিকা দেখে নিন।
CBSE দশমের পরীক্ষায় বাংলার সেরা পড়ুয়ারা
১) সিদ্ধান্ত পাল, ৯৯.৮ শতাংশ, নিউ টাউন স্কুল।
২) ঐনেষ বন্দ্যোপাধ্যায়, ৯৯.৬ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
৩) অ্যাঞ্জেল আগরওয়াল, ৯৯.৬ শতাংশ, নিউ টাউন স্কুল।
৪) ঋতজিৎ অধিকারী, ৯৯.৪ শতাংশ, বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল।
৫) তনিশি দত্ত, ৯৯.৪ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
৬) রমিত মণ্ডল, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
৭) রেয়াংশ পট্টনায়েক, ৯৯.২ শতাংশ, নিউ টাউন স্কুল।
৮) আর্যকা শিকদার, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
৯) সম্পন মজুমদার, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
১০) দোলোরিনা চৌধুরী, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
১১) নিচ্ছনি ঘোষ, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
১২) সৌমিষ দাস, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক।
বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের টপারদের তালিকা
১) ঋতজিৎ অধিকারী, ৯৯.৪ শতাংশ।
২) আওয়ানি, ৯৮.৮ শতাংশ।
২) মৈনাক নন্দী, ৯৮.৮ শতাংশ।
২) প্রীতি সর্দার, ৯৮.৮ শতাংশ।
৩) অনন্যা ভরতদ্বাজ, ৯৮.৬ শতাংশ।
এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের টপারদের তালিকা
১) জিনিয়া ইসলাম, ৯৫.৮ শতাংশ।
২) সৌমিলি দাস, ৯৫.৬ শতাংশ।
৩) ত্রিপর্ণা দাস, ৯৫.৪ শতাংশ।
৪) অভিপ্রিয় প্রামাণিক, ৯৫.২ শতাংশ।
আরও পড়ুন: ‘কোনও টিউশন নেই, রোজ সর্বোচ্চ ২০ ঘণ্টা নিজে পড়া..’, বলছেন CBSE দশম শ্রেণির ১০০ শতাংশ প্রাপ্ত টপার
CBSE দ্বাদশের পরীক্ষায় বাংলার সেরা পড়ুয়ারা
১) অপরাজিতা সাহা, ৯৯.৪ শতাংশ, ভবনস গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির, হিউম্যানিসটিজ।
২) ঋষিকা ত্রিবেদী, ৯৯.২ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) হাওড়া, হিউম্যানিসটিজ।
৩) অর্ণব পোদ্দার, ৯৯ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক, কমার্স।
৪) মিতাংশ আগরওয়াল, ৯৯ শতাংশ, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্ক, কমার্স।
বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের টপারদের তালিকা
১) দীপ্তাক্ষী মণ্ডল, ৯৮.৮ শতাংশ, হিউম্যানিসটিজ।
২) অনুষ্কা সামন্ত, ৯৮.৪ শতাংশ, হিউম্যানিসটিজ।
৩) ঋতব্রত মণ্ডল. ৯৮.২ শতাংশ, হিউম্যানিসটিজ।
৩) তিলোত্তমা চট্টোপাধ্যায়: ৯৮.২ শতাংশ, হিউম্যানিসটিজ।
এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের টপারদের তালিকা
১) অস্মিতা বসু, ৯৮ শতাংশ, হিউম্যানিসটিজ।
২) শৌভিক গুছাইত, ৯৭.২ শতাংশ, সায়েন্স।
৩) অভিশ্রুতি ঘোষ, ৯৬ শতাংশ, হিউম্যানিসটিজ।
৪) উন্নভ দাস, ৯৫.৪ শতাংশ, সায়েন্স।
৫) অরিজিতা মুখোপাধ্যায়, ৯৫.২ শতাংশ, হিউম্যানিসটিজ।
৫) অর্থিত দে সরকার, ৯৫.২ শতাংশ, সায়েন্স।