আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কোনও মাদ্রাসায় বুথ তৈরি করা যাবে না। একই সঙ্গে যে সব জায়গায় যে সব জায়গায় হিন্দুদের মুসলিম মহল্লার ভিতর দিয়ে বুথে যেতে হয় সেখানে অতিরিক্ত বুথ তৈরি করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুঝবার বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মোথাবাড়ি, সামসেরগঞ্জ, ধুলিয়ান দেখার পর রাজ্যের হিন্দুরা মুসলিম মহল্লার ওপর দিয়ে ভোট দিতে যেতে নিরাপদ বোধ করছেন না।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘কোনও মাদ্রাসাতে ২০২৬-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যে সব জায়গায় মাদ্রাসায় বুথ আছে, বদল করতে হবে। ধুলিয়ান, সামসেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা মুসলিমবহুল এলাকায় অবস্থিত মাদ্রাসাগুলিতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। যে সব মিশ্র এলাকা রয়েছে সেখানে মুসলিম মহল্লার ওপর দিয়ে হিন্দুরা বুথকেন্দ্রে গেলে আক্রান্ত হবেন। ২০২১, ২০২৪ এর নির্বাচনে এই ধরণের ঘটনা ঘটেছে। আমরা মোথাবাড়ি, সামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার ওপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয় সেজন্য অতিরিক্ত বুথ তৈরির দাবি করেছি।একই সঙ্গে রাজ্যে বেআইনিভাবে বুথ লেভেল অফিসার পরিবর্তন করা হচ্ছে বলে কমিশনকে অভিযোগ করেছেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘আইপ্যাকের চিটিংবাজদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের বিডিও SDOদের একটা অংশ বুথ লেভেল অফিসার বদলে দিচ্ছে। যা জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া করা যায় না। স্থায়ী কর্মচারী ছাড়া কাউকে BLO করা যায় না। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বিএলওদের তালিকা কমিশনকে জমা দিয়েছি। এখানে সহায়িকা ও আশা কর্মীদের বিএলওর দায়িত্ব দিয়েছে। এগুলো চুক্তিভিত্তিক নিয়োগ। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, কমিশনের নির্দেশ ছাড়া BLO বদলাতে পারবেন না। আর এগরায় যা হয়েছে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, আমি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করব।‘