IPL 2025 Playoffs Scenario: বৃহস্পতিবার, ১ মে রাতে রাজস্থান রয়্যালস (RR) বড়সড় ধাক্কা খায় যখন তারা মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে ১০০ রানে হেরে যায়। এই হারের ফলে আইপিএল ২০২৫-এ রাজস্থানের অভিযান এখানেই শেষ হয়ে গেল। তারা প্লে-অফ দৌড় থেকে ছিটকে পড়া দ্বিতীয় দল হয়েছে। এর আগে চেন্নাই সুপার কিংস (CSK) ছিটকে গিয়েছে। অপরদিকে, এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে। মুম্বইয়ের সঙ্গে এখন টপ-ফোরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এখন SRH-র ওপরও ছাঁটাই হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেখে নেওয়া যাক IPL 2025-এ প্লে-অফের সম্ভাব্য সমীকরণগুলো:
IPL 2025 প্লে-অফ সমীকরণ:
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে তারা এখন ১১ ম্যাচে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট অর্জন করেছে এবং শীর্ষে রয়েছে। প্লে-অফ নিশ্চিত করতে তাদের আর অন্তত একটি ম্যাচ জিততে হবে। তবে লক্ষ্য থাকবে টপ-২-এ থেকে ফাইনালে পৌঁছনোর জন্য অতিরিক্ত সুযোগ পাওয়ার।
আরও পড়ুন … হার্দিক ও সূর্যভাই শেষের দিকে যেভাবে গিয়ার বদলেছে… RR vs MI ম্য়াচ হারের কারণ জানালেন রিয়ান পরাগ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
১০ ম্যাচে ৭টি জয় এবং ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, তবে MI-এর চেয়ে পিছিয়ে রয়েছে নেট রান রেটে। তাদেরও কমপক্ষে একটি জয় দরকার প্লে-অফ নিশ্চিত করতে। টপ-২ লক্ষ্য তাদেরও।
পঞ্জাব কিংস (PBKS)
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ১০ ম্যাচে ৬ জয়, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, ফলে ১৩ পয়েন্ট রয়েছে। প্লে-অফের জায়গা নিশ্চিত করতে হলে তাদের কমপক্ষে ২টি জয় দরকার। টপ-২-এ উঠতে হলে ৩টি ম্যাচ জিততেই হবে।
আরও পড়ুন … এটাই ক্রিকেট, এখান থেকেই ও শিখবে… শূন্য করলেও বৈভবের প্রশংসায় রোহিত-শাস্ত্রী
গুজরাট টাইটান্স (GT)
শুভমন গিলের নেতৃত্বে দল ৯ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। এখনও তাদের ৬টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে অন্তত ২টি জিতলে প্লে-অফ নিশ্চিত হবে তাদের। তবে টপ-২ লক্ষ্য থাকায় আরও বেশি জয় প্রয়োজন।
দিল্লি ক্যাপিটালস (DC)
শুরুর দাপুটে পারফরম্যান্সের পর ধারাবাহিকতা হারিয়েছে। ১০ ম্যাচে ৬ জয়। প্লে-অফ নিশ্চিত করতে বাকি ৪ ম্যাচের মধ্যে অন্তত ২টি জিততেই হবে তাদের। ৩টি হারলে তারা ছিটকে যাবে। নেট রান রেটও উন্নত করতে হবে।
আরও পড়ুন … ওর প্রশংসা করবেন না… RR vs MI ম্যাচে শূন্য রানে আউট হতেই বৈভবকে সতর্ক করলেন গাভাসকর
লখনউ সুপার জায়ান্টস (LSG)
১০ ম্যাচে ১০ পয়েন্ট। প্লে-অফে যেতে হলে পন্তদের পরবর্তী ৪ ম্যাচে অন্তত ৩টি জিততেই হবে। তাদের প্রতিপক্ষ পঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাট এবং হায়দরাবাদ। দুটি হারলে অবস্থা সঙ্কটজনক হয়ে উঠবে।
কলকাতা নাইট রাইডার্স (KKR)
১০ ম্যাচে ৪ জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচ, ফলে ৯ পয়েন্ট। ১৬ পয়েন্টে পৌঁছাতে হলে বাকি সব ম্যাচই তাদের জিততে হবে। একটিও হারলে ১৫ পয়েন্টে আটকে যাবে এবং তখন অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
CSK এবং RR-এর পর এখন SRH-র টিকে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট। বাকি ৫ ম্যাচে ২টি হারলেই ছিটকে যাবে। প্লে-অফে যেতে হলে সব ম্যাচ জিততে হবে। ৪টি জিতলেও ১৪ পয়েন্টে পৌঁছলেও তখন অন্য দলের ফলের ওপর নির্ভর করতে হবে।