বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়, বহুদিন🧜 ধরে একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছেন তাঁরা। সিনেমা জগতে অথবা রাজনৈতিক মহল, সর্বত্রই একসঙ্গে ব🔥িচরণ করেছেন এই জুটি। সেই প্রিয় মানুষটির বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন বনি। কী লিখলেন তিনি?
কৌশানির 𝔉জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন বনি, যেখানে দেখা যাচ্ছে বনি এবং কৌশানি একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। কৌশানি পরে রয়েছেন একটি লাল রঙের গাউন এবং বনির পরনে রয়েছে নীল রঙের শার্ট, ধূসর রঙের প্যান্ট।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উ♓পহার দিয়েছেন এই তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: বলিউডের সব থেকে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যা🌠র বাজেট বাহুবলী,෴ পুষ্পা-র থেকেও বেশি
প্রিয়ജ মানুষটিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে বনি লিখেছেন, ‘আমার রানীর জন্য। তোমার জন্মদিন তোমার হাসির মতোই উজ্জ্বল হোক। তোমার সঙ্গে প্রত্যেকটি দিনই বিশেষ উপহার। তুমি আমার সবকিছু। আরেকটি বছর বাড়ল, কিন্তু তুমি আমার কাছে চিরন্তন। শুভ জন্মদিন সুন্দরী।’
বনির এই পোষ্টের 𝕴কমেন্ট বক্ꦍসে বহু মানুষ কৌশানিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। একজন আবার বনি এবং কৌশানির জুটিকে তেজস্বী এবং করণের জুটির সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার এও বলেছেন, বনি এবং কৌশানিকে খুব তাড়াতাড়ি স্বামী-স্ত্রী রূপে দেখতে চান তারা।
প্রসঙ্গত, এই ব🎐ছর জন্মদিনের পরেই বাইরে বেড়াতে যাচ্ছেন অভিনেত্রী। তবে কোথায় যাচ্ছেন বা সঙ্গে কারা কারা যাচ্ছেন সেটা খোলসা করেননি তিনি। তবে জ﷽ন্মদিনের সকাল থেকেই যে চলবে বিরাট খাওয়া-দাওয়ার আয়োজন, সে কথা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন কৌশানি।
আরও পড়ুন: কাজ সামলেও বাড়ির দিকে কড়া নজর ক্য🐈াটের, জন্মদিনে মজার অভ🐟িজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদে൲র নীরবতায় সোচ্চার প্রীতি, বললেন𝔍, 'সবার মতামত...'
উল্লেখ্য, গত বছর এবং এই বছর মিলিয়ে দুটি ব্লকবাস্টার সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন কৌশানি। ‘বহুরূ🎉পী’ এবং ‘কিলবিল সোসাইটি’-তে অভিনেত্রীর অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ ভক্তরা। আগ♛ামী দিনে তিনি যেন এই ভাবেই এগিয়ে যান, এই কামনাই করতে দেখা গেছে ভক্তদের।