দেবী চৌধুরানী এবার বড় পর্দায় আসছে। শুভ্রজিৎ মিত্র যবে থেকে তাঁর এই ম্যাগনাম অপাসের ঘোষণা করেছেন তবে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবার বড় আপডেট মিলল দেবী চৌধুরানী ছবিটির। কবে মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি?
কী ঘটেছে?
এদিন শুভ্রজিৎ মিত্রর তরফে একটি পোস্ট শেয়ার করা হয় দেবী চৌধুরানী ছবিটির। সেখানেই লেখা হয়, 'ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর কাহিনী নিয়ে আসছি আমরা। ভারতের সবথেকে বড় সিনেমাটিক অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়ে যান। বাংলার প্রায় ভুলে বসা বৈপ্লবিক ঘটনা আবার জেগে উঠবে দেবী চৌধুরানীর হাত ধরে।'
এই পোস্টের সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে দেওয়া হয় একটি বিশেষ প্রশ্ন। সেখানে লেখা হয়, 'সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর কাহিনি আসছে বড় পর্দায়। দেবী চৌধুরানীর মুক্তির সময় নির্ধারণ করুন আপনারা।' এরপর দেওয়া হয়েছে তিনটি অপশন, গরমের ছুটি, স্বাধীনতা দিবসের মাসে অথবা পুজোর সময়। জানানো হয়েছে যাঁরা নিজেদের মতামত জানাবেন তাঁদের মধ্যে দুজন সুযোগ পাবেন এই ছবির অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে দেখা করার।
কে কী বলছেন?
শুভ্রজিৎ মিত্র এদিন এই পোস্ট শেয়ার করতে নানা মানুষ নানা মত জানিয়েছেন। তবে অধিকাংশ মানুষই ভোট দিয়েছেন গরমের ছুটি অথবা পুজোর ছুটির জন্য। তবে এক ব্যক্তি অনুরোধ করেছেন যাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ২৬ জুন মুক্তি দেওয়া হয়। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন সময় মুক্তি পাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি।
দেবী চৌধুরানী প্রসঙ্গে
দেবী চৌধুরানী ছবিটিতে দেবী চৌধুরানীর চরিত্রে ধরা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, প্রমুখ। উত্তর কলকাতা সহ পুরুলিয়া, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং করা হয়েছে। বাদ যায়নি বীরভূম, বিহারের কিছু অংশ। এই ছবির জন্য লাঠি খেলা, ঘোড়া চালানো সহ নানা অস্ত্র বিদ্যা শিখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নতুন রূপে ফের স্টার জলসায় ফিরছেন ‘হরগৌরী’র ঐশানী? শুভস্মিতার সঙ্গে এবার জুটি বাঁধছেন কে?
সদ্যই দেবী চৌধুরানী ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। আর তারপরই একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় এদিন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। সেখানেই তিনি বলেন, 'প্রায় দুই বছর পর শেষ হল দেবী চৌধুরানীর কাজ। পুরো ছবিটা ক্যামেরার পিছনের সকল সদস্যদের নিয়ে দেখলাম। আশা করছি, বাংলা সাহিত্যের উপর নির্মিত এই ছবি দর্শকদের মনে ছাপ ফেলবে। শীঘ্রই মুক্তির দিন ঘোষণা করব।' ২০২৩ সালে শুরু হয়েছিল দেবী চৌধুরানী ছবিটির কাজ। এর আগে কথা ছিল ২০২৫ সালের ১ মে মুক্তি পাবে ছবিটি। কিন্তু সেটা সম্ভব হয়নি। পিছিয়ে যায় ছবির মুক্তি। এখন নতুন মুক্তির দিন ঘোষণার অপেক্ষা খালি।