বলিউড অভিনেত্রী গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিয়ে ভাঙা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। যদিও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন অভিনেতা এবং তাঁর স্ত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা স্বীকার করেছেন, তাঁদের সম্পর্কে নাকি কারও অশুভ নজর লেগেছে। তিনি আরও জানান, এখন শাশুড়ির জন্য গোবিন্দার বাড়িতেই থাকছেন তিনি। সুনীতা জানিয়েছেন, ছেলেকে তাঁর𒀰 শাশুড়ির সাফ কথা, গোবিন্দা তাঁকে ছেড়ে চলে গেলে তিনি ভিখারি হয়ে যাবেন।
সম্প্রতি ডেকানকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা জানান, তাঁর বাবা গোবিন্দার সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না, এমনকি তাঁদের বিয়ে▨তেও তিনি উপস্থিত ছিলেন না। তিনি তাঁর বাবার ইচ্ছার বিরুদ্ধে গোবিন্দকে বিয়ে করেন।
ঠিক কী বলেছেন সুনীতা আহুজা?
সুনীতার কথায়, 'উনি (বাবা) কখনই চাননি আমি গোবিন্দাকে বিয়ে করি। এমনকি বাবা আমার বিয়েতেও আসেনি। উনি জানতেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে কী, তাই তিনি চেয়েছিলেন আমি একজন ব্যবসায়ীকে বিয়ে করি। এমনকি হল্যান্🐷ডে বসবাসকারী আমার জন্য একটি পাত্রও বেছে ফেলেছিলেন বাবা, তবে আমার ভালবাসা মিথ্যে ছিল না। মাত্র ১৫ বছর বয়সে আমি গোবিন্দের হাত ধরেছিলাম। ছোটবেলার প্রেম এমনই হয়, আমরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসতাম।
তাঁদের (গোবিন্দা ও সুনীতা) সমꦿ্পর্ক বর্তমꦰানে কী পরিস্থিতিতে রয়েছে? সেবিষয়ে জিগ্গেস করা হলে সুনীতা বলেন, ‘আমি জানি না যে কে আমাদের সম্পর্কে অশুভ নজর দিয়েছে। আমার স্বামীকে আমি আমার থেকে কাউকে কেড়ে নিতে দেব না।’
গোবিন্দার সঙ্গে নিজের বিয়ের পিছনে শাশুড়িমাকেই কৃতিত্ব দেন সুনীতা। বলেন, 'আমি যখন গোবিন্দাকে বিয়ে করি, তখন উনি নিজের বড় পরিবারের সঙ্গে থাকতেন, কি✃ন্তু আমি ওকে ভালবাসতাম। আমি আমার শাশুড়ির জন্যই আজও গোবিন্দর বাড়িতে থাকি। শাশুড়িমা চেয়েছিলেন আমরা বিয়ে করি। উনি গোবিন্দকে সাফ বলে দিয়েছিলেন, ‘চিচি, তুমি যদি সুনীতাকে ছেড়ে চলে যাও তাহলে তুম🥃ি ভিখারি হয়ে যাবে। এই কথাটা আমার আজও মনে আছে।’
প্রসঙ্গত, অনেকেই হয়তবা জানেন না অভিনেতা গোবিন্দার আসল নাম গোবিন্দ অরুণ কুমার আহুজা। তাঁর মা নির্মলা দেবীও ছিলেন গায়িকা এবং অভিনেত্রী। গোবিন্দের বাবা অরুণ পাঞ্জাবের গুজরা🦂নওয়ালা থেকে এসেছিলেন , যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত, আর তাঁর মা উত্তর প্রদেশের বারাণসী থেকে এসেছিলেন। গোবিন্দার বাবা ১৯৩০-এর দশকের শেষের দিকে অভিনেতা হওয়ার জন্য মুম্বইতে আসেন।