অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে মেয়ের মুখে প্রসাদ দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। পাঁচ মাস হতেই পুজো দিয়ে মুখে প্রসাদ দেওয়া হল এদিন কৃষভির। একই দিনে তাঁরা মেয়ের মুখ দেখালেন। এদিন কৃষভিকে দেখে কী বললেন সুদীপা চট্টোপাধ্যায়?
আরও পড়ুন: শুরু হতেই শেষ ইমরানের ছবির দৌড়! ৮০ কোটির দোরগোড়ায় কেশরী ২, কী হাল জাট-গ্রাউন্ড জিরোর?
আরও পড়ুন: পুজো নাকি গরমের ছুটি- কবে আসছে দেবী চৌধুরানী? কী আপডেট দিলেন পরিচালক?
কী ঘটেছে?
এদিন শ্রীময়ী চট্টরাজ ইনস্টাগ্রামে মেয়ে কৃষভির অন্নপ্রাশনের অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা যাচ্ছে নাতনিকে কোলে নিয়ে নাচছেন অভিনেত্রীর মা। ছোট্ট কৃষভিও তার দিদিমার কোলে হরে কৃষ্ণ গানের তালে নাচছে। সেখানে দেখা যাচ্ছে ইসকন মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে। সকলে হরিনাম গাইছেন। এই ভিডিয়ো পোস্ট করে এদিন কাঞ্চন পত্নী লেখেন, 'দিদানের সাথে হরে কৃষ্ণর তালে তালে নাচছে কৃষভি, রাধে রাধে, হরে কৃষ্ণ।'
শ্রীময়ীর এই ভিডিয়োতে মন্তব্য করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। যেখানে অনেকেই কৃষভির সঙ্গে তার মায়ের মুখের মিল পেয়েছে, সেখানে রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা লেখেন, 'চোখ দুটো একদম বাবার মতো, না?' শুধু তাই নয়, তিনি এদিন আরও লেখেন, 'এ মেয়ে তো একদম মা লক্ষ্মী। তবে,বাড়ির সামনে লাইন পড়বে! বাবা লাঠি হাতে দাড়িয়ে থাকবে।'
আরও পড়ুন: 'কিং'-এর জন্য মিলল কুইন! শাহরুখের বিপরীতে অ্যাকশন ছবিতে ধরা দিচ্ছেন কোন নায়িকা?
কৃষভির অন্নপ্রাশন
অক্ষয় তৃতীয়ার দিন মেয়ের মুখে ভাত দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। আর এদিনই তাঁরা প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। অন্নপ্রাশনের দিন কৃষভি পরেছিল লাল বেনারসি, তাও আবার ম্যাচিং ব্লাউজ দিয়ে। মাথায় সোনালি মুকুট, শোলার মুকুট, কপালে টিপ, গলায় একাধিক হার পরে মিষ্টি করে সেজেছিল এই একরত্তি। হাতেও ছিল সোনার গয়না। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কাঞ্চন মল্লিকের বাড়িতে মুখে ভাতের অনুষ্ঠানের নিয়ন নেই। তাই এদিন তাঁরা মন্দিরে মেয়ের মুখে প্রসাদ ছুঁইয়েছেন। ইসকন মন্দিরে গিয়ে তাঁরা ঈশ্বরের প্রসাদ ছুঁইয়েছেন মেয়ের মুখে। তবে আত্মীয়, বন্ধুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা এদিন। কৃষভির অন্নপ্রাশনের মেনুতে কী কী ছিল জানেন? কালো জিরে দেওয়া আটার লুচি, সাদা ভাত, পোলাও, এঁচোড়ের তরকারি, পনির, ডাল, বেগুনী, পাঁচ তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস।