বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন শিল্পা শেট্টি। তিনি এই নতুন সফর শুরু করছেন রোহিত শেট্টি পরিচালিত ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজের মাধ্যমে। আর সেই সিরিজ মুক্তি পেতে আর মাত্র কয়েকটি দিনই ব♏াকি। তার আগে এই সিরিজে নিজের কাজের অভিজ্ঞতার বিষয়ে জানাতে গিয়ে অভিনেত্রী বললেন তিনি শেট্টি হওয়া সত্বেও আরেক শেট্টির থেকে মোটেই কোনও ভালো ট্রিটমেন্ট পাননি। এমনকি যেন খনিজ উল্টোই ঘটেছে। এই সিরিজের সেটে নাকি তিনি কোনও স্পেশ্যাল ট্রিটমেন্ট পর্যন্ত পাননি এত বছরের অভিজ্ঞতা থাকা সত্বেও।
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিল্পা শেট্টি হাসতে হাসতেই বলা ভালো মজা করেই জানিয়েছেন, 'কোনও বাড়তি সুবিধা পাইনি। বরং একাধিক সমস্যা ছিল। ও একেবারেই আমার প্রতি বায়াসড ছিল না। ওঁর কাছে এটা ওঁর ছবি, ওঁর শো। ফলে এটা ওঁর কাছে কেবলই কাজ। তাই ও যেমন মজা করত, জোক বলত তেমনই আবার কঠিন হয়ে থাকত। এক কোণে বসে চুপচাপ কাজ করত যেমন শট ভাঙা বা সিনের ব্যা🔯পারে ভাবা এসব। আমরা কেউ ওঁর কাছে যেতাম না, কারণ যে কোনও সময়ে বোমার মতো ফেটে যেতে পারত।' বলেই হেসে ফেলেন শিল্পা।
আরও পড়ুন: ফের ঝলক ফেꦫমিনিস্ট করণ জোহরের, বউ অঙ্কিতাকে সাপো🍌র্ট না করায় বিগ বসে বকা দিলেন ভিকিকে
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শুভদীপের গানে জমিয়ে নাচ শানু-বিশালের, মুগ্ধ শ্রেয়া ক🐭ী বললেনꩲ?
তিনি অভিজ্ঞতার কথা জানিয়ে আরও বলেন, 'কিন্তু প্যাক🐠 আপ হয়ে গেলেই উনি নরমাল হয়ে যেতেন আ﷽বার। ভীষণ ফোকাস থাকে কাজে, আসলে এটা শেট্টিদের একটা গুণ বলতে পারেন। আমিও যখন সেটে থাকতাম অন্য কিছু নিয়ে ভাবতাম না। আমি খালি আমার কাজ করতে চাইতাম। আর তাতে সেরাটা দিতে চাইতাম।'
শিল্পা শেট্টি এদিন আরও জানান, ' আমি প্রতিবার যখন সেটে ঢুকতা💜ম মনে হতো যেন আমি নতুন এসেছি এই দুনিয়ায়। আমার পেটে যেন অনেক প্রজাপতি উড়ে বেড়াত। শটের আগে নার্ভাস হয়ে যেতাম। মনে হতো আমি করতে পারব তো? আসলে শিল্পী হিসেবে আপনি যদি কনফিডেন্ট হয়ে যান একেবারে তাহলে আপনার অন্দরের শিল্পীটা মরে যায়।
আরও পড়ুন: 'রীতিমত মারধর করা হয়...' অভিনয় জগতℱে আসার জন্য অত্যাচারিত হয়েছেন কার কাছে কইয়ের প্রিয়া!
প্রসঙ্গত ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে শিল্পা শেট্টি ছাড়াও আছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয✃়, শ্বেতা অশোক তি꧑ওয়ারি, শরদ কেলকার, ঋতু রাজ সিং, প্রমুখ।