অপটিক্যাল ইলিউশন এক দিকে যেমন চোখের ধ🉐াঁধা তেমনই অন্য দিকে মাথার ধাঁধাও বটে। তবে অপটিক্যাল ইলিউশন যে শুধু একরকম হয়, তাও কিন্তু নয়। যেমন এবারে নেটে ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশন বেশ অন্যরকম। উপরের ছবিতে বেশ কিছু কচ্ছপ রয়েছে। কিন্তু এর মধ্যে আদতে কতগুলি কচ্ছপ রয়েছে, তা গুণে বলতে হবে। আর সেটা বলতে পারলেই কেল্লা ফতে।
আরও পড়ুন - Pahalgam Terror Attack: ‘মোদী কা আদমি?’ শুনেই গ🍬ুলি! বাবার জন্মদিনের প্ল্যানিং বাকি রয়ে গে🍌ল মেয়ের
একটু লক্ষ করলেই দেখা যাবে, কিছু কচ্ছপের পেটে আরেকটা কচ্ছপ। আবার কিছু কচ্ছপের বুকে বা মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে আরেকটি বাচ্চা কচ্ছপ। উপর উপর নটা কচ্ছপ লাগলেও আদতে তাই রয়েছে আরও বেশি। আর এখানেই আসল চ্যালেঞ্জ। ভাল🐭ো করে ছবিটা খুঁজে বার কཧরতে হবে সবকটি কচ্ছপকে।
আরও পড়ুন - Pahalgam Terror Attack: কাশ্মীর যাওয়ার সখ ছিল বহু দিনের, ভূস্বর্গে রক্ত দি𓆏য়েই চিরনিদ্রায় কলকাতার বিতান
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিন꧅ে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরী♍ক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার꧑্সোনা🔥লিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া 👍তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কꦰখনও পাল্টে যেতে পারে।