দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন রেখা গুপ্তা। আজ রামলীলা ময়দানে বিশাল আয়োজনে রেখা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ-র তাবড় তাবড় নেতারা। এদিকে রেখাকে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এদিকে দিল্লির ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পরবেশ সাহিব সিং, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিংরা আজ শপথ নেন। (আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১৫ দিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা)
আরও পড়ুন: পরবেশ সহ বাকি হেভিওয়েটদের বদলে কেন তাঁকেই করা হল CM? কে এই রেখা গুপ্তা?
উল্লেখ্য, এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী 'মুখ' নিয়ে চরম জল্পনা ছিল। তবে প্রথমবারের এই বিধায়ককেই মুখ্যমন্ত্রী করে বিজেপি। পরবেশ, সতীশ উপাধ্যায়, বিজেন্দর গুপ্তারাই পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন। উল্লেখ্য, এই তিনজনের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেই জোর জল্পনা ছিল রাজনৈতিক মহলে। তবে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করে মহিলা এবং বণিকদের ভোট সমীকরণ মেলানোর চেষ্টা করেছে বিজেপি। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে, শালিমার বাগ (উত্তর-পশ্চিম) কেন্দ্র থেকে রেখা গুপ্তা ৬৮,২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার রামলীলা ময়দানে নিজের ক্যাবিনেট সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি। (আরও পড়ুন: 'বাধ্য করলে আমরা কিন্তু…', বাংলাদেশে ঘুরঘুর করা পাকিস্তানকে কড়া বার্তা ভারতের)
আরও পড়ুন: মোদীকে হারাতেই কি $২১ মিলিয়ন খরচ USA-র? 'ভারতকে বলতে হবে…', বিস্ফোরক খোদ ট্রাম্প
আরও পড়ুন: ভারতে টেসলার কারখানা তৈরি নিয়ে ইলন মাস্কের ‘সমালোচনায়’ ডোনাল্ড ট্রাম্প, বললেন…
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক রেখা গুপ্তা দিল্লিতে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। ১৯৯৬-৯৭ সালে, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি হন। এদিকে ২০০৭ সালে উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে তিনি গ্রন্থাগার, পার্ক এবং সুইমিং পুলের মতো জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য কাজ করেছিলেন। ২০১২ সালে তিনি পুনরায় নির্বাচিত হন এবং পরে দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। এই আবহে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। রেখা গুপ্তা অর্থনৈতিকভাবে দুর্বল মহিলা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য 'সুমেধা যোজনা' চালু করেছিলেন। নারী কল্যাণ ও শিশু উন্নয়ন কমিটির প্রধান হিসেবে তিনি নারীর ক্ষমতায়নের উদ্যোগ নিয়ে কাজ করেছিলেন। ২০২২ সালে দিল্লির পুরভোটে (সব পুরসভা সংযুক্ত হওয়ার পরে) রেখা গুপ্তা বিজেপির মেয়র প্রার্থী হয়েছিলেন। যদিও আম আদমি পার্টির কাছে হেরে যান তিনি। তবে সেই রেখাই এবার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।