Viral Video: দোকান লুট করতে এসে চোরের পায়ের কাছে পড়ল দেবতার ছবি! প্ল্যান কি পাল্টালো? ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 08 Feb 2025, 04:10 AM IST- )
ভিডিওটি 'ঘন্টা' নামক ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে এবং অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। টাইমস নাউ-এর একটি প্রতিবেদন অনুসারে, ফুটেজে দেখা যাচ্ছে যে ব্যক্তি দোকানে প্রবেশ করছেন এবং ঢুকতেই দেবতার মূর্তি তাঁর সামনে পড়ে যায়। তবে, ভিডিওটির ওভারলে লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে তিনি দোকান থেকে পরে বেরিয়ে গেছেন, তবে ফুটেজে এই অংশটি দৃশ্যমান নয়।
ক্লিপটি এখানে দেখুন:
)একজন সন্দেহপ্রবণ দর্শক মন্তব্য করেছেন, ‘আমরা কীভাবে জানব যে সে সত্যিই চলে গেছে? ভিডিওটিতে সেই অংশটি দেখানো হয়নি।’
আবার কেউ মজা করে বলল, ‘ঈশ্বর দোকানটা বাঁচিয়েছেন, কিন্তু যদি সে অন্য জায়গায় ডাকাতি করে?’
আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘হয়তো তিনি এটাকে একটা সতর্কীকরণ ভেবেছিলেন এবং ঝুঁকি নিতে চাননি!’