সপ্তাহের প্রথম করဣ্মদিবসেই বাজারে ধসে গিয়েছে সেনসেক্স। সাত মাসের সর্বোচ্চ পতনের সাক্ষী থেকেছে। সেই পরিস্থিতিতে সোমবার বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ একধাক্কায় ৮.২১ লাখ কোটি টাকা কমে গিয়েছে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্স ১,১৭০.১২ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ নেমে গিয়েছে। এতটাই ধস নেমেছে যে গত সাত মাসে একদিনে এত বড়সড় পতনের মুখে পড়তে হয়নি সেনসেক্স। শেষপর্যন্ত বাজার বন্ধের সময় সেনসেক্স ৫৮,𒅌৪৬৫.৮৯ পয়েন্টে ঠেকেছে। তার ফ꧅লে টানা চারটি সেশনে সেনসেক্স পড়ে গিয়েছে।
পিটিআই জানিয়েছে, সেই দুর্বলতার জেরে বিএসইতে নথিভুক্ত সংস্থাগুলির সম্পদের পরিমাণ ৮,২১,৬৬৬.৭৭ কোটি টাকা কমে ২,৬০,৯৮,৫৩০.২২ কোটি টাকায় 🐻ঠেকেছে। সবথেকে বেশি ধাক্কা খেয়েছে বাজাজ ফিনান্স, বাজার ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ৫.৭৪ শতাংশ পর্যন্ত পতনের সাক্ষী থেকেছে সেই চারটি সংস্থা। সৌদি আরবের সংস্থা সৌদি আরামকোর কাছে রিলায়েন্সেরে তেল শোধনের ব্যবসার ২০ শতাংশ বিক্রি প্রস্তাবিত চুক্তির প্রক্রিয়া থমকে যাওয়ায় ভারতীয় সংস্থার শেয়ার পড়েছে চার শতাংশ।
স্বস্তিকা ইনভেস্টমার্ট লিমিটেডের রౠিসার্চের প্রধান সন্তোষ মীনা জানিয়েছেন, বিশ্ব বাজারে স্থিতিশীল পরিস্থিতির মধ্যে পতনের সাক্ষী থেকেছে ভারতীয় বাজার। বাজারের উপর চাপ তৈরি করেছে ‘হেভিওয়েট’ রিলায়েন্স। নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহার এবং পেটিএমের দুর্বল অভিষেকের প্রভাব পড়েছে বাজারে। ভারতের নয়া প্রজন্মের সবথেকে বড় ফিনটেকের পেটিএমের দুর্বলতার কারণ💦ে বাজার ঝিমিয়ে আছে। নথিভুক্তকরণ প্রক্রিয়াও চাঙ্গা হয়নি। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জেে পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিউকেশনের শেয়ার ১৩ শতাংশের বেশি পতনের সাক্ষী থেকেছে।