১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে ইতিমধ্যেই আইলিগ-২ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে ডায়মন্ড হারবার এফসি। সেই 𓄧সুবাদে তারা আইলিগ খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও এখনও ট্রফি হাতে ওঠেনি ডায়মন্ড হারাবারের হাতে।ꦉ তাদের একটি ম্যাচ বাকি রয়েছে এখনও।
আগামী ২৬ এপ্রিল লিগের শেষ ম্যাচে ম🐼াঠে নামবে ডায়মন্ড হারবার। শনিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। এই ম্যাচটি খেলা হবে নৈহাটি স্টেডিয়ামে। অর্থাৎ, লিগের শেষ ম্যাচের প🗹রেই ট্রফি তুলে দেওয়া হবে ডায়মন্ড হারবারের হাতে।
উল্লেখযোগ্য বিষয় হল, ক্লাবের তরফে এই ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে হাজি♕র থাকার আ♎মন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ক্রীড়ামন্ত্রীই ডায়মন্ড হারবার এফসির খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেবেন, এই মর্মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিকে চিঠি দিয়েছে ডায়মন্ড হারবার।
উল্লেখযোগ্য বিষয় হল, এবছর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের পাইনাল অনুষ্ঠিত হলেও আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যে🌼র ক্রীড়মন্ত্রীকে। মোহনবাগান শেষমেশ আইএসএল চ্যাম্পিয়ন হলেও ক্রীড়ামন্ত্রীকে উপেক্ষা করার জন্য রীতিমতো আওয়াজ তোলে ইস্টবেঙ্গল। তারা ইন্ডিয়ান উইমেন্স লিগের ট্রফি তুলে দেওয়ার জন্য আণন্ত্রণ জানান অরূপ বিশ্বাসকে। এবার ইস্টবেঙ্গলের পথেই হাঁটে ডায়মন্ড হারবার এফসি।
অবশ্য শুধু পুরস্কার ব💝িরতণী অনুষ্ঠান নিয়েই নয়, বরং আইলিগ-২ চ্যাম্পিয়ন হওয়া ডায়মন্ড হারবারের অন্য একটি পরিকল্পনাও রয়েছে। তারা চায় শেষ ম্যাচের পরে ট্রফি নিয়ে নৈহাটিতে পদযাত্রা আয়োজন করতে। সেই বিজ🌌য় মিছিলের অনুমতি চেয়ে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের কাছে।
উল্লেখ্য, ৯ দলের আইলিগ-২'এ আগাগোড়া দাপট দেখায় ডায়মন্ড হারবার এফসি। তারা এখনও পর্যন্ত খেলা ১৫টি ম্যাচের মধ্যে জয় তুꦏলে নিয়েছে ১১টি ম্যাচে। ড্র করেছে ৪টি ম্যাচ। অর্থাৎ, শেষ ম্যাচে না হারলেই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হবে ডায়মন্ড হারবার।
আইলিগ-২'এর সেরা ৫ দলের পয়েন্ট তালিকা
এবারের আইলিগ-২'এ যেভাব𒊎ে দাপট দেখিয়েছ💛ে ডায়মন্ড হারবার এফসি, তাতে শেষ ম্যাচ জিতেই তারা ট্রফি হাতে তুলতে মরিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।