বাংলা নিউজ > ভাগ্যলিপি > আজ অক্ষয় তৃতীয়া, জানুন পুজোর তিথি
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার অধিক গুরুত্ব স্বীকার করা হয়েছে। 💙এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালিত হয়। ধর্ম শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া🤡 পাপ নাশকারী এবং সুখ প্রদানকারী তিথি।
অক্ষয় তৃতীয়া তিথি:
চলতি বছর ১৪ মে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে।
শুভক্ষণ:
অক্ষয় তৃতীয়া শুরু- ১৪ মে ২০২১ সকাল ৫টা ৩৮ মিনিট।
অক্ষয় তৃতীয়া সমাপ্ত- ১৫ মে সকাল ৭টা ৫৯ মিনিট।
পুজোর শুভক্ষণ- সকাল ৫টা ৩৮ মি🍸নিট থেকে দুপুর ১২টা ১৮ পর্যন্ত।
মোট সময়- ৬ ঘণ্টা ৪০ মিনিট।
- অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিনে অবুঝ মুহূর্ত থাকে। এ দিন যে কোনও ধরণের শুভকর্ম করা যেতে পারে।
- এদিন বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ সম্ভব।
- ধর্ম শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন।
- অক্ষয় তৃতীয়ার দিনে পূর্বপুরুষ সংক্রান্ত কাজ করাও শুভ।
- এদিন দান-পুণ্যের গুরুত্ব স্বীকার করা হয়।
তৃতীয়ার গুরুত্ব:
- অক্ষয় তৃতীয়া দিনে সোনা কেনা শুভ। এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ঘটে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর