সদ্য সমাপ্ত হয়েছে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপেরই সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি। ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় নিউজিল্যান্ড দল। দু দশকেরও বেশি সময় পরে তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়। অন্যদিকে দঃ আফ্রিকা দল পুরুষদের টি২০ বিশ্বকাপ ফাইনালে হারের পর মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাই🏅নালেও হেরে য😼ায়।
আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ অধরা দঃ আফ্রিকার-
দেখা গেছিল দঃ আফ্রিকা বিরুদ্ধে পুরুষদের টি২০ বিশ্বকাপ ফাইনালে ট্রফি জয়ের খরা কাটিয়েছিল ভারতীয় দল, ১৭ বছর পর এই শিরোপা জিতেছিল রোহিতরা। মহিলাদের টি২০ বিশ্বকাপেও দঃ আফ্রিকার চোকার্স তকমা জিইয়েই রইল। তাঁদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মহিলা দল ট্রফি জয়ের খরা কাটি💯য়ে নিলেও, প্রোটিয়ারা এত বছরেও বিশ্বকাপ জয়ের দেখা পেলেন না। টি২০ বিশ্বকাপ অধরাই থাকল তাঁদের।
প্রতিযোগিতার সেরা একাদশে নেই পাকিস্তানের প্রতিনিধি-
আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে মোট ৭টি দল থেকে ক্রিকেটারদের🦄 নেওয়া হয়েছে। এর মধ্যে ফাইনালিস্ট দুই দলের তিনজন করে সদস্য রয়েছেন সেরা একাদশে। ভারতীয় দল মহিলা টি২০ বিশ্বকাপে হতশ্রী পারফরমেনস করলেও তাঁদের দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। তবে পাকিস্তান দলের কোনও ক্রিকেটারই জায়গা পাননি আইসিসির এ🐲ই প্রতিযোগিতার সেরা দলে।
অধিনায়ক উলভার্ট, দঃ আফ্রিকা-নিউজিল্যান্ড ৩জন করে ক্রিকেটার-
দঃ আফ্রিকা ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন আইসিসির মহিলাদের সেরা টি২০ একাদশের দলে। নিউজিল্যান্ড দল থেকে এখানে সুযোগ পেয়েছেন প্রতিযোগিতায় ১৫ উইকেট নেওয়া অ্যামেলিয়া কের, ১০ উইকেট নেওয়া রোজম্যারি মাইর এবং ৯ উইকেট নেওয়া ইডেন কার্সন। দঃ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট, তানজিম ব্রিটস, নোঙ্কুলুলেকো ম্লাবা রয়🌳েছেন দলে। উলভার্টকে প্রতিযোগিতার সেরা দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন-‘এখন নয়, ৩১ তারিখের মধ্যে জানাব’, I💎PL নিয়ে CSKকে বার্তা ধোনির! জিইয়ে রই🍸ল ধোঁয়াশা
ব্যক্তিগত পারফরমেন্সের সৌজন্যে সেরা দলে হরমনপ্রীত-
ইংল্যান্ডের ড্যানি ওয়াট হজ ছাড়াও এই দলে 🍰রয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের পারফরমেনস ভালো না হলেও শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিযোগিতায় অর্ধশতরান ছিল হরমনপ্রীতের, তাঁর ব্যাটিং গড় ছিল ১৫০। বাংলাদেশের নিগার সুলতানা এই দলের উইকেটরক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার ম🔯েগান স্কাট। ওয়েস্ট ইন্ডিজের দুই মহিলা ক্রিকেটার দিয়ান্দ্রা দটিন এবং অ্যাফি ফ্লেচারও রয়েছেন প্রতিযোগিতার সেরা একাদশে।