নভেম্বর মাসে একাধিক গ্রহের অবস্থানের পরিবর্তন হতে চলেছে। বহু রাশির জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতি এবার নিজের অবস্থান বদল করবে। বৃহস্পতির এই অবস্থানের বদল সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব ফে꧃লে। চলতি নভেম্বর মাসেও বৃহস্ꦕপতি চাল বদল করবে। নভেম্বর মাসের ২৮ তারিখে বৃহস্পতি তার নক্ষত্রের পরিবর্তন করছে। দেখে নেওয়া যাক, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে কোন প্রভাব পড়বে।
আসন্ন ২৮ নভেম্বর নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি। এই বৃহস্পতিꦬ মৃগশিরা নক্ষত্রে বর্তমানে আছে। এই নক্ষত্র পরিবর্তনের ফলে বেশ কিছু রাশিতে তার প্রভাব পড়বে। ২৮ নভেম্বর দুপুর ১ টা ১০ মিনিটে রোহিনী নক্ষত্রে গুরুর প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পা🌌বেন। এই রোহিনী নক্ষত্রে গুরু আগামী ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত থাকবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশি লাভ পাবেন, দেখে নিন।
সিংহ
রোহিনী নক্ষত্রে গুরুর প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা ল🔥াভের মুখ দেখতে চলেছেন। তার মধ্যে সিংহ অন্য়তম। নতুন চাকরি এই সময় পেতে পারেন। সব দিক থেকে পেতে পারেন সাফল্য। বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন এই সময়। যাঁরা বিদেশে চাকরি করতে চান, তাঁদের ইচ্ছা পূরণ হবে। সমাজে মান সম্মান বৃদ্ধি হবে।
কর্কট
পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আপনার বহু দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন কাজ আরম্ভ হবে। আয়ের নত🦩ুন নতুন স্রোত খুলবে। নতুন নতুন জায়গা থেকে আসবে টাকা। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা পাবেন সুখবর। ভাইবোনের সহযোগিতা পাবেন। লক্ষ্য প্রাপ্তি সহজেই হবে।
ধনু
ভবিষ্যতের জন্য টাকা জমতে পারবেন। সঞ্চয় বাড়বে। হঠাৎ করে কোথাও থেকে লাভ হবে টাকা। আপনার নানান ইচ্ছা পূরণ হবে। কেরিয়ারের দিক থেকে আপনার নানান কাজের প্♏রশংসা হবে। আয়ের নতুন নতুন উৎসব খুলে যাবে, যা আপনাকে নানানভাবে সাহায্য করবে। স্বাস্থ্যও খুব ভালো থাকবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করে🦂নি হ♐িন্দুস্তান টাইমস বাংলা। )