আইপিএলের একটি সংস্করণে যিনি সবথেকে বেশি উইকেট নেন, তাঁকে 'পার্পল ক্যাপ' বা বেগুনি টুপি দেওয়া হয়। আইপিএল যখন চলে, তখন এমনি বেগুনি টুপি দেওয়া হয়। যিনি সেইসময় উইকেট সংগ্রহ করেছেন, তাঁর মাথায় সেই টুপি থাকে। আর টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যিনি উইকেট সংগ্রহকারী হন, তাঁকে বেগুনি টুপির মেমেন্টো দেওয়া হয়। আর আইপিএলের ইতিহাসে প্রথম বেগুনি টুপি জিতেছিলেন পাকিস্তানের সোহেল তনভির। যিনি সেইসময় রাজস্থান রয়্যালসে খেলতেন। ১১টি ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন। ২০০৯ সালে বেগুনি টুপি জিতেছিলেন আরপি সিং। প্রথম ভারতীয় বোলার হিসেবে বেগুনি টুপি জিতেছিলেন তিনি। সেইসময় ডেকান চার্জার্সে (তৎকালীন দল) খেলতেন। ১৬টি ম্যাচে নিয়েছিলেন ২৩টি উইকেট। ২০১০ সালেও বেগুনি টুপি গিয়েছিল ডেকান চার্জার্সের ঝুলিতে। সেই বছর ১৬টি ম্যাচে ২১টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন প্রজ্ঞান ওঝা।