পার্পল ক্যাপের লড়াই

আইপিএলের একটি সংস্করণে যিনি সবথেকে বেশি উইকেট নেন, তাঁকে 'পার্পল ক্যাপ' বা বেগুনি টুপি দেওয়া হয়। আইপিএল যখন চলে, তখন এমনি বেগুনি টুপি দেওয়া হয়। যিনি সেইসময় উইকেট সংগ্রহ করেছেন, তাঁর মাথায় সেই টুপি থাকে। আর টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যিনি উইকেট সংগ্রহকারী হন, তাঁকে বেগুনি টুপির মেমেন্টো দেওয়া হয়। আর আইপিএলের ইতিহাসে প্রথম বেগুনি টুপি জিতেছিলেন পাকিস্তানের সোহেল তনভির। যিনি সেইসময় রাজস্থান রয়্যালসে খেলতেন। ১১টি ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন। ২০০৯ সালে বেগুনি টুপি জিতেছিলেন আরপি সিং। প্রথম ভারতীয় বোলার হিসেবে বেগুনি টুপি জিতেছিলেন তিনি। সেইসময় ডেকান চার্জার্সে (তৎকালীন দল) খেলতেন। ১৬টি ম্যাচে নিয়েছিলেন ২৩টি উইকেট। ২০১০ সালেও বেগুনি টুপি গিয়েছিল ডেকান চার্জার্সের ঝুলিতে। সেই বছর ১৬টি ম্যাচে ২১টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন প্রজ্ঞান ওঝা।

২০১১ সাল থেকে টানা তিনবার বেগুনি টুপি জিতেছিলেন বিদেশিরা। ২০১১ সালে বেগুনি টুপি জিতেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গা। ১৬টি ম্যাচে ২৮ উইকেট♛ নিয়েছিলেন। ২০১২ সালে বেগুনি টুপি জিতেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের (এখনকার দিল্লি ক্যাপিটালস) মর্নি মর্কেল। ১৬টি নিয়েছিলেন ২৫টি উইকেট। ২০১৩ সালে বেগুনি টুপি জিতেছিলেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো। ১৮টি ম্যাচে ৩২টি উইকেট নিয়েছিলেন। ২০১৪ সালে চেন্নাইয়েরই ছিল বেগুনি টুপি। জিতেছিলেন মোহিত শর্মা। ১৬টি ম্যাচে নিয়েছিলেন ২৩টি উইকেট। ২০১৫ সালে ফের বেগুনি টুপির মালিক হয়েছিলেন চেন্নাইয়ের ব্র্যাভো। ১৬টি ম্যাচে নিয়েছিলেন ২৬টি উইকেট।
Other Stats
PlayerTWAvgOvrRBBFECSR3w5wMdns
1Noor AhmadNoor Ahmad
CSK9912824/1868200
2Mitchell StarcMitchell Starc
DC897775/35105110
3Khaleel AhmedKhaleel Ahmed
CSK61512953/29712100
4Shardul ThakurShardul Thakur
LSG6159924/34109100
5Kuldeep YadavKuldeep Yadav
DC588423/2259100
6Josh HazlewoodJosh Hazlewood
RCB588433/2159100
7Digvesh SinghDigvesh Singh
LSG520121012/30814000
8Wanindu HasarangaWanindu Hasaranga
RR5137694/3598100
9Arshdeep SinghArshdeep Singh
PBKS5158793/4399100
10Ashwani KumarAshwani Kumar
MI463244/2484100
11Matheesha PathiranaMatheesha Pathirana
CSK4168642/28812000
12Sai KishoreSai Kishore
GT4168673/30812100
13Vignesh PuthurVignesh Puthur
MI4136533/3289100
14Deepak ChaharDeepak Chahar
MI4198762/19912000
15Hardik PandyaHardik Pandya
MI3136392/29612000

Standings are updated with the completio🍸n of each game

  • T:Teams
  • Wkts:Wickets
  • Avg:Average
  • R:Run
  • EC:Economy
  • O:Overs
  • SR:Strike Rate
  • BBF:Best Bowling Figures
  • Mdns:Maidens
২০১৬ সালে চেন্নাই থেকে বেগুনি টুপি গিয়েছিল হায়দরাবাদে। ২০১৬ সালে বেগুনি টুপি জিতেছিলেন ভুবনেশ্বর কুমার। ১৭টি ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন ভুবি। ২০১৭ সালেও নিজের মাথায় বেগুনি টুপি রেখেছিলেন। ১৪টি ম্যাচে নিয়েছিলেন ২৬টি উইকেট। ২০১৮ সালে বেগুনি টুপি জিতেছিলেন কিংস ইলেভন পঞ্জাবের (এখনকার পঞ্জাব কিংস) অ্যান্ড্রু টাই। ১৪টি ম্যাচে নিয়েছিলেন ২৪টি উইকেট। ২০১৯ সালে আবার চেন্নাইয়ে ফিরেছিল বেগুনি টুপি। ১৭টি ম্যাচে নিয়েছিলেন ২৬টি উইকেট। ২০২০ সালে বেগুনি টুপি জিতেছিলেন দিল্লির কাগিসো রাবাদা। ১৭টি ম্যাচে নিয়েছিলেন ৩০টি উইকেট। ২০২১ সালে বেগুনি টুপি জিতেছিলেন ꦓহার্ষাল প্যাটেল। খেলতেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি)। ১৫টি ম্যাচে নিয়েছিলেন ৩২টি উইকেট। ২০২২ সালে বেগুনি টুপি জিতেছিলেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। ১৭টি ম্যাচে ২৭টি উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে বেগুনি টুপি জিতেছিলেন গুজরাট টাইটানসের মহম্মদ শামি। ১৭টি ম্যাচে নিয়েছিলেন ২৮টি উইকেট। ২০২৪ সালে বেগুনি টুপি জিতেছিলেন হার্ষাল। খেলতেন পঞ্জাবে। ১৪টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন।

আইপিএলের পার্পল ক্যাপ 2025 FAQ'S

আইপিএল জিতেছে। কিন্তু কোন দলের কোনও বোলার কখনও পার্পল ক্যাপ পায়নি?

কলকাতা নাইট রাইডার্স। তিনবার আইপিএল জিতলেও পার্পল ক্যাপ পাননি কোনও বোলার।

আইপিএলের পার্পল ক্যাপ জিতেছেন এক পাকিস্তান ক্রিকেটারও। তিনি কে?

সোহেল তনভির। ২০০৮ সালের আইপিএলে জিতেছিলেন।

জসপ্রীত বুমরাহ কি কখনও আইপিএলের পার্পল ক্যাপ জিতেছেন?

না। তবে বুমরাহের বোলিং পার্টনার শামি ২০২৩ সালে জিতেছিলেন।

আইপিএলের ইতিহাসে প্রথম কোন স্পিনার পার্পল ক্যাপ জেতেন?

প্রজ্ঞান ওঝা। ২০১০ সালে জিতেছিলেন। খেলতেন ডেকান চার্জার্সের হয়ে।

caco88