কলকাতায় আসছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। বহুবছর পর ফের তিলোত্তমায় পা রাখবেন সর্বকালের অন্যতম সেরা এই দাবাড়ু। আগা🌊মী মাসেই তিনি প্রতিদ্বন্দিতা করবেন টাটা স্টিল চেস প্রতিযোগিতায়। সাম্প্রতিক সময় আর আগের মতো অনেক প্রতিযোগিতায় খেলতে নামেন না নরওয়ের এই তারকা দাবাড়ু। বরং খুব সিলেক্টিভ কিছু প্রতিযোগিতাতেই নামেন। তবে এবার তিনি আসছেন কলকাতায়, টাটা স্টিল চেস প্রতিযোগিতায় অংশ নিতে।
আসলে ম্যাগনাসের বয়স খুব বেশি না হলেও ভারতের ডি গ🌺ুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দরা এখন দাবায় উঠে আসছেন সামনের সারিতে। এখনও ম্যাগনাসই সেরা, সেটা নিজের ভালো দিনে হোক বা নিজের খারাপ দিনে। একটা আধটা অঘটন ছাড়া, ম্যাগনাসকে সহজে হারানো কাজ নয় বহু দেশেরই তারকা দাবাড়ুদের। কিন্🌸তু কিংবদন্তিরা এমনই হন।
জানা যাচ্ছে, আগামী প্রজন্মর দাবাড়ুদের থেকে যাতে পিছিয়ে না থাকেন, এবং তাঁদের সমস্ত মাস্টার স্ট্রোক, চেট-মেট যাতে তাঁর নখদর্পনে থাকে, সেই কারণেই এই প্রতিযোগিতায় নামবেন তিনি। আসলে অনেক🐽ক্ষেত্রেই দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের খেলার ঝাঁঝ না বাড়ালে বা খেলার পদ্ধতি আরও আধুনিক না করতে পারলেই কেরিয়ারের মাঝপথে ধাক্কা খেতে হয়, এক্ষেত্রে কার্লসেন সেই সমস্ত সম্ভাবনাকে এড়াইতে এবার শুরু করছেন অন্যান্য প্রতিযোগিতাতেও খেলা।
নভেম্বর মাসের ১৩ থেকে ১৭ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে কলকাতায় টাটা স্টিল চেস ইভেন্ট। তাঁর দুদিন আগেই শহরে আসার কথা নরওয়ের এই তারকা দাবাড়ুর। একটা সময় বিশ্বনাথন আনন্দসহ বিশ্বের তাবর তাবর দাবাড়ুদের টেক্কা দিয়েছিলেন তরুণ কার্লসেন। এখন তিনিই এই সার্কিটে অন্যতম সিনিয়র এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল, ফলে তাঁকে পাওয়ায় এই প্রতিযোগিতার জৌলুশ যে অ♏নে𒁃কাংশেই বৃদ্ধি পেল, তা বলাই বাহুল্য।
ভারতীয় তারকারাও এই প্রতিযোগিতায় নামতে চলেছে। সদ্য পুরুষ এবং মহিলা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় প্রতিনিধিরা। এই প্রথম এসেছে দাবায় এমন সাফল্য। সেই সাফল্য যাতে ব্যক্তিগত🍬 স্তরেও বজায় রাখা যায়, সেই লক্ষ্যেই টাটা স্টিলের আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দরা।
প্রসঙ্গত মহিলা এবং পুরুষ, দুই বিভাগেই হবে এই প্রতিযোগিতা। ভারতের অলিম্পিয়াডজয়ী দলের সদস্যরা অনেকে খেললেও, বিশ্বচ্যাম্পিয়ন থাকায় এই প্রতিযোগিতায় নামতে পারবেন না অন্꧋যতম তারকা মুখ ডি গুকেশ। তবে তিনি না থাকলেও অর্জুন এরাইগাসি, বিদিত গ𒁃ুজরাঠিরা অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়।
ডিসেম্বরে বিশ্বচ্যাম্পিয়নশিপের ম্যাচে ডিং লিরেনের মুখোমুখি হবেন ভারতের ডি গুকেশ। প্রসঙ্গত পাঁচ বছর আগে ২০১৯ সালেও কলকাতায় টাটা স্টিল চেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। এবারে তিনি কেমন পারফরমেনস করেন, ভারতীয় দাবাড়ুুরাই বা কতটা⛎ বেগ দিতে পারেন তাঁকে, সেদিকেই নজর থাকবে ಞসকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।