চোখ দেখে কারও মনের কথা বুঝতে পারেন অনেকে। সামুদ্রিক শাস্ত্রেও এ সম্পর্কে উল্লেখ রয়েছে। এই শাস্ত্র অনু💫যায়ী চোখের রঙ দেখে ব্যক্তির ব্যক্তিত্ব ও স্বভাব সম্পর্কে জানা যায়। চোখ💞ের রং কীভাবে ব্যক্তির ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ ব্যক্ত করে, জেনে নিন—
বাদামি চোখ- ⛦সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী বাদামি চোখের জাতকরা খোশ মেজাজে থাকেন। হাসি-ঠাট্টা করতে খুব ভালোবাসেন এই জাতকরা। মিশুকে স্বভাবের হন। পাশাপাশি এঁদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষক। যে কোনও পরিস্থিতিতে আনন্দিত থাকতে ভালোবাসেন। পাশাপাশি এঁরা স্পষ্ট বক্তা হন। যা বলার তা এঁরা মুখের ওপর বলে থাকেন। তবে খুব শীঘ্র রেগে যান এমন চোখেরꦐ জাতকরা।
কালো চোখ- ভালো মনের মানুষ হন কালো চোখের জাতকরা। নিজের পরিশ্রমে শীর্ষ পদ লাভ করেন। সকলের কথা শুনলেও নিজের ইচ্ছামতো কাজ করেন। বর্তমানে অধিক নজর থাকে এঁদের। ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তিত নন। ভেবেচিন্তে যে কোনও বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন কালো চোখের জাতকরা। নিজের দায়িত্বের প্রতি সৎ হন।ﷺ কালো চোখে🌌র জাতক বা জাতিকারা জীবনসঙ্গীকে অত্যন্ত যত্নে রাখেন।
নীল চোখ- সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এমন চোখের জাতকরা জেদি স্বভাবের হয়ে থাকেন। পাশাপাশি স্বাধীনতা ꩵপ্রিয় হন এঁরা। কারও চাপে এসে কাজ করতে ভালোবাসেন না। আবার কোনও লক্ষ্য স্থির করে ফেললে তা পুরো করেই দম নেন। বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন। শখ-আহ্লাদে মন খুলে ব্যয় করে নꦬীল চোখের জাতকরা।
হেজল রং- এমন চোখের জাতকরা ইতিবাচক চিন্তাভাবনার অধিকারী হন। সত্যি কথা বলে এবং সত্যি শুনে থাকে। নিজের রহস্য লুকিয়ে থাকে এমন চোখ🐼ের জাতকরা। কথাবার্ꦿতায় পটু হন এঁরা। প্রথম সাক্ষাতেই সকলকে নিজের প্রতি আকৃষ্ট করে নেন। শিল্পপ্রেমী হন এই চোখের জাতকরা।