জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতুগ্রহ প্রতি ১৮ মাস পর পর নিজের অবস্থান বদলায়। তারফলে বহু রাশিতে প্রভাব পড়ে। কেতু সর্বদাই উল্টো চালে চলেন। এবার🅘 ছায়াগ্রহ কেতু, সূর্যের আধিপত্যে থাকা সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। কেতুর এই পরিবর্তন কবে হচ্ছে তা জানা যাক। তবে তার আগে দেখা যাক, কেতু, সিংহে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। জ্যোতিষ গণনা বলছে, তিন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
বৃষ
কেতু গ্রহের ইতিবাচক গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কেতুর এই পরিস্থিতি অনেকটাই উৎসাহজনক। যাঁরা বিভিন্ন ভাষা শিখতে ইচ্ছুক, তাঁরা এই সময় পেতে পারেন লাভ। এই সময় কিনতে পারেন গাড়ি, সম্পত্তি। কেরিয়ারে নানান দিক থেকে আসবে সাফল্য। আত্মীয়দের সঙ্গ𒈔ে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। বিদেশে কোথাও যাত্রা করতে প෴ারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
তুলা
আপনার গোচর কুণ্ডলীতে ১১ তম স্থানে বিচরণ করছে। আয় হু হু করে বেড়ে যাবে। কোনও সরকারি যোজনা থেকে পাবেন লাভ। কোনও বিনিয়োগ থেকে বড় লাভ আসতে পারে। শেয়ার, লটারি থেকে ভা♔লো লাভ পাবেন। চাকরিরতদের পদোন্নতির যোগ রয়েছে। সমাজে বাড়বে মান সম্মান। এই সময় আপনার বহু ইচ্ছার পূরণ হবে। এই সময় সঞ্চয় বাড়꧂বে।
কর্কট
কেতুগ্রহ আপনার রাশিতে ধন সম্পত্তি আর বাণীর ভাবে বিচরণ করছেন। এই সময় আকস্মিক ধনলাভ হবে। কর্মক্ষ🧸েত্রে জাতক জাতিকাদের নানান দিক থেকে লাভ হবে। জীবনে ইতিবাচক ফল পাবেন। কোথাও যদি ব্যবসায়ীদের𝄹 টাকা আটকে থাকে, তাহলে তারফলে লাভ পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর্থিক দৃষ্টি থেকেও এই সময় ভালোর দিকে যাবে।
কবে রয়েছে এই গোচর?
সিংহ রাশিতওে কেতু প্রবেশ করবেন মে মাসে। যার জেরে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন।
(এই প📖্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাဣংলা। )