ꦐ হিন্দুশাস্ত্রে অমাবস্যার বিশেষ মান্যতা রয়েছে। ২০২৫ সালে যে কয়টি অমাবস্যা তিথি রয়েছে, তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল চৈত্র অমাবস্যা। অমাবস্যায় পবিত্র নদীগুলিতে অনেকেই পিতৃতর্পণ করে থাকেন। শাস্ত্র অনুসারে বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হল এই চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা সম্পন্ন হলেই, শুরু হয়ে যাবে, চৈত্র নবরাত্রি। তার আগে, ২০২৫ চৈত্র অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে সেদিকে নজর রাখা যাক।
শনি-অমাবস্যা:-
𝓀চলতি বছরে চৈত্র মাসের অমাবস্যা পড়ছে শনিবার। আর সেই কারণেই একে শনিশ্চরি অমাবস্যা বা শনি অমাবস্যা বলা হয়। এই বিশেষ তিথির অমাবস্যায় অনেকেই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকেন। এই দিনে পিতৃদেবকে প্রসন্ন করতে, শনি অমাবস্যার দিনে বাড়ির মূল দরজায় প্রদীপ রাখা হয়ে থাকে। মনে করা হয়, মূল দরজার সামনে প্রদীপ রাখলে তাতে ঘরে লক্ষ্মী সন্তুষ্ট হন। বাড়ির দক্ষিণে প্রদীপ রাখলে তাতে পিতৃপুরুষ সন্তুষ্ট হন বলে মনে করা হয়।
কবে, কখন থেকে পড়ছে শনি অমাবস্যা?
👍পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি ২৮ মার্চ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে শুরু হবে এবং এই তিথি পরের দিন অর্থাৎ ২৯ মার্চ বিকেল ৪টে ২৭ মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে ২৯ মার্চ শনিবার অমাবস্যা পালিত হবে। যেহেতু এটি শনিবার পড়ে তাই একে শনিচরি অমাবস্যা বলা হয়।
চৈত্র অমাবস্যার টোটকা:-
꧋চৈত্র অমাবস্যার দিন অনেকেই পবিত্র নদীতে গিয়ে স্নান করে পুজো দিয়ে থাকেন। এমন দিনে দান করলে, তা পূণ্য বলে মনে করা হয়। চৈত্র অমাবস্যায় দুঃস্থদের দান করলে বা ব্রাহ্মণদের দান করলে তা শুভ ফল দিতে পারে বলে মনে করা হয়। এমন দিনে, কলহ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। চৈত্র অমাবস্যার দিন কোনও নতুন কাজ শুরু করতে বারণ করছেন বিশেষজ্ঞরা।
ꩵ(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )