প্রতিটি ব্যক্তিই নিজের জীবনে সুখ-শা🤡ন্তি ও সমৃদ্ধির কামনা করে থাকেন। এই উদ্দেশ্য সিদ্ধির জন্য বড়সড় জ্যোতিষ উপায় করতেও পিছ পা হন না তাঁরা। জ্যোতিষ বলছে, সুখ-শান্তি লাভের জন্য বড় সড় উপায় করতে হবে, তার কোনও বাধ্যকতা নেই। বরং ছোটখাটো ও সহজ উপায়ই কাঙ্খিত ফলাফল প্রদান করবে। শ🃏াস্ত্রে সূর্যোদয়ের আগে ওঠার কথা বলা হয়। তেমনই সকালে উঠে সবার আগে এই ৬টি কাজ করলে জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করা যায়।
১. নিজের হাতের দর্শন করুন
শাস্ত্র মতে মানুষের হাতের তালুতে বিষ♓্ণু, লক্ষ্মী ও সরস্বতীর বাস। এ কারণে সকালে উঠে ꧅সবার আগে হাতের দর্শন করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।
২. ধরিত্রীকে প্রণাম করুন
শাস্ত্রে ধরিত্রীর ওপর পা রাখাকে দোষপূর্ণ গণ্য করা হয়। এ কারণে ঘুম থেকে উঠে ไসোজা মেঝেতে পা রাখতে নেই। মেঝেতে পা রাখার আগে ধরিত্রীকে প্রণাম করুন ও তার ওপর পা রাখার জন্য তাঁর কাছ থেকে ক🌟্ষমা প্রার্থনা করুন।
৩. সূর্যকে জলের অর্ঘ্য দিন
প্রতিদিন সকালে স্নান করার পর তামার ঘটে জল ভরে সূর্যকে সেই জল অর্পণ করুন। এর প্রভাবে জ♒ীবন থেকে সমস্ত সমস্যা দূর হবে এবং কাজে সাফল্য লাভ করা যাবে।
৪. ঠাকুরঘর সাজিয়ে রাখুন
ঠাকুরঘরে দেবী-দেবতার বাস। তাই সেই স্থানটি♊কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তা না-হলে বাড়িতে নেতিবাচক শ💝ক্তির প্রভাব বাড়ে। তাই স্নানের পর ঠাকুরঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুজো করুন।
৫. প্রথম রুটি গরুকে খাওয়ান
শাস্ত্র মতে, গৌ ম✅াতার মধ্যে ৩৩ কোটি দেবী-দেবতার বাস। এ কারণে সকালে রান্নার সময় প্রথম রুটি গরুর জন্য বের করে রাখুন। সেই রুটি গরুকে খাওয়ালে জীবনের সমস্ত কষ্ট ও দোষ সমাপ্ত হয়। কাজে সাফল্য লাভ করতে পারবেন।
৬. দই-চিনি খেয়ে বের হন
কোনও কাজের জন্য ব💝াড়ি থেকে বেরোনোর সময় দই-চিনি খেয়ে বেরোনো উচিত। এর ফলে ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তির প্রসার ঘটে ও কাজে সাফল্য লাভ করা যায়।