বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলদেব একাধিক বিষয়ের কারক। ক্রোধ, উত্♛তেজনা, ভূমি, সম্পত্তির কারক হলেন মঙ্গলদেব। তাঁর কৃপায় বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। ভূমিপুত্র সেনাপতি মঙ্গলের সামান্য বদল হলেই এই সমস্ত সেক্টরে বিশেষ প্রভাব পড়তে থাকে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। জ্যোতিষ গণনা বলছে, আর ২৪ ঘণ্টা পরই রাশি পরিবর্তন করবেন মঙ্গল। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? তালিকা দেখে নিন।
কন্যা
আপনার 🎶রাশিতে ১১ তম ভাবে সঞ্চ☂রণ করছেন মঙ্গল গ্রহ। এরফলে এই সময়কালে আপনার আয়ে হু হু করে বৃদ্ধি দেখা যাবে। পাশাপাশি নতুন নতুন সূত্র থেকে হাতে আসবে টাকা। যদি গাড়ি, বাড়ি কিনতে চান, তাহলে এই সময়কাল খুবই ভালো। জ্যোতিষ গণনা বলছে, এই সময় লগ্নি করলেও আপনি তুমুল লাভ পেতে পারেন। কোথাও আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। সন্তানের তরফ থেকে কোনও সুখের খবর পেতে পারেন।
তুলা
মঙ্গলগ্রহ আপনাদের রাশিতে কর্মভাবে রয়েছে। এই সময় যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন চাকরি। কেরিয়ারে প্রমোশনের ভালো সুযোগ আসতে পারে। নতুন কোনও প্রজেক্টের শুরু করতে পারেন। জীবনে নানান ধরনের সাফল্য আসতে থাকবে। কর্মক্ষেত্রে আর আর্থিক দিক থেকে লাভের মুখ দেখতে পারেন। এই সময় স্বাস্থ্যের জন্য ভালো হতে চলেছে।♚ নতুন কোনও কাজ করার জন্য এই সময়কাল খুবই ভালো। এই সময় গাড়ি, বাডও়ি কোনও কিছু কিনতে পারেন।
মীন
আপনার রাশিღতে পঞ্চম স্থানে রয়েছেন মঙ্গলদেব। এই সময় আপনার সন্তানের তরফে কিছু লাভের খবর পেতে পারেন। তাঁর কোনও ভালো খবর পেলে আপনারও মন উচ্ছ্বসিত থাকবে। আপনার পারিবারিক জীবন আগের থেকে অন🐟েকটাই ভালো হতে পারে। নিজেদের মধ্যে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। কোনও ধার্মিক কাজে রুচি বাড়তে পারে। পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো থাকবে। শিক্ষা ক্ষেত্রে পাবেন সাফল্য।
( এই প্রতিবেদনের𝔍 তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হি𝔉ন্দুস্তান টাইমস বাংলা। )