আজ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার কয়েকদিন পর বুধ দেব রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবেন। সেইসময় সিংহ রাশিতে বুধ দেব বিরাজ করবেন। জ্যোতিষশাস্ত্রে বুধ দেবকে বুদ্ধি,🔯 তর্ক, সংবাদ, অঙ্ক এবং বন্ধুত্বের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
সূর্য এবং শুক্র হল ব🐻ুধের মিত্র। অন্যদিকে, শুক্রের মিত্র হল চন্দ্র এবং মঙ্গল। আগামী ২৬ অগস্ট (বৃহস্পতিবার) কন্যা রাশিতে প্রবেশ করবেন বু🏅ধ দেব। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। বুধ দেব কন্যা রাশিতে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, দেখে নিন একনজরে -
সিংহ রাশি
১) কন্যা রাশিতে বুধ প্রবেশের বিষয়টি সিংহ রাশির জাতকদের জন্য শুভ বলে🦄 বিবেচিত হয়।
২) চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে।
৩) অর্থ লা💮ভ ✤হবে। তার ফলে মজবুত হবে আর্থিক পরিস্থিতি।
৪) লেনদেনের জন্য পরিস্থিতি শুভ বলে বিবেচিত হবে।
৫) বিনিয়োগ করলেও লাভবান হবেন।
৬) দাম্পত্য জীবন সুখী হবে।
৭) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
কন্যা রাশি
১) কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ দেব।
২) এই সময়টা আপনার জন্য দুর্দান্তের থꦯেকে একেবারেই কম কিছু হবে না।
৩) আর্থিক অবস্থা ভালো হবে।
৪) চাকরি এবং ব্যবসার জন্য ভালো সময়।
৫) জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
৬) পারিবারিক জীবন সুখকর হবে।
তুলা রাশি
১) বুধ দে⛄বের রাশি পরিবর্তনে তুলা রাশির জ🙈াতকরা লাভবান হবেন।
২) লেনদেনের জন্য ভালো সময়।
৩) অর্থ লাভ হবে।
৪) কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য প্রশংসিত হবেন।
৫) ভাই ও বোনের সহযোগ মিলবে।
৬) ভাগ্যের সহায়তা পাবেন।
৭) 🅺মন জিতে নেওয়ার দারুণ ক্ষমতা আছে তুলা রাশির জাতকদের। শুক্র এবং বুধ দেব ♉সহায়ক থাকেন।
বৃশ্চিক রাশি
১) বুধে🧜র রাশি পরিবর্তন♏ বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুখকর হয়।
২) আর্থিক লাভ হবে।
৩) চাকরি এবং ব্যবসার জন্য ��দুর্দান্তের থেকে একেবারেই কম কিছু হবেꦓ না।
৪) জীবনসঙ্গীর সঙ্গে ভালো সয় কাটাবেন।
৫) মান-সম্মান বাড়বে। পদ-প🔯্রতিষ্ঠায় বৃদ্ধির যোগ তৈরি হ💜চ্ছে।