শ্রাবণ মাস শুরু হতে চলেছে। এই সময়ে করা শুভ কাজে দ্বিগ𒐪ুণ ফল পাবেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাসের পাশাপাশি নিয়ম-কানুন মেনে ভোলেনাথের পুজো করা উচিত। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও শ্রাবণ মাস সম্পর্কে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসে বিশেষ কিছু গাছ লাগ😼ানোর গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসে ভগবান শিবের প্রিয় গাছ ঘরে লাগালে অপার ধন লাভ হয়।
বেল পাতা
বেলপত্র ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অবশ্যই বেলপত্র নিবেদন করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেলপত্রের উপস্থিতি বাস্তু দোষ নাশ করে। যে বাড়িতে বেলপাতার গাছ ব𝔍া চারা আছে সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেখানে কখনও অর্থের অভাব হয় না। এমন বাড়িতে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে।
শমী গাছ
শ্রাবণ মাসের যে কোনও শনিবার বাড়িতে শমী গাছ লাগাতে হবে। এর মাধ্যমে শিবের পাশাপাশি শনিদেবের কৃপাও পাওয়া য♌ায়। এতে করে জীবনের সব সমস্যার অবস🤪ান হয়। ঘরে সুখ-সমৃদ্ধি আসে।
অশ্বত্থ গাছ
শবন মাসে প্রতিদিন একটি অশ্বত্থ গাছে জল দিলেও অন💜েক পুণ্য লাভ হয়। সেই সঙ্গে প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। এতে করে সকল বাধা দূর হয়। সেই সঙ্গে ঘরের নেতিবাচকতাও শেষ হয়।
তুলসী গাছ
ভগবান শিবকে তুলসী নিবেদন করা নিষিদ্ধ। তবে শ্রাবণ মাসে ঘরে তুলস💫ী গাছ লাগানো খুবই শুভ। এর পাশাপাশি প্রতিদিন তুলসী পুজো𒆙 করাও খুব শুভ। এর পাশাপাশি কার্তিক মাসকেও বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্যও খুব শুভ বলে মনে করা হয়।
কলা গাছ
কলা গাছের পুজো করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। শ্রাবণ মাসের যে কোনও একাদশীতে বাড়♑িতে একটি কলা গাছ লাগান। এর পুজো করুন। এতে করে প্রতিটি কাজে সফলতা পাবেন। সেই সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যাও দূর হবে। ঘ🎀রে সুখ আসবে।