শনিদেবের উদয়ের তিথি আর কয়েকদিন পরই আসছে। জ্যোতিষশাস্ত্র মতে, মার্চের শেষই রয়েছে শনিদেবের উদয়। হোলির পরই শনিদেব রাশি পাল্টাবেন। ২৯ মার্চ শনি⛎দেব যাবেন মীনে। আসন্ন সময়ে মীন রাশিতে উদিত হতে চলেছেন শনিদেব। তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মু♏খ দেখতে চলেছেন, তা দেখে নিন। দেখে নেওয়া যাক, কবে কোন সময়ে শনিদেব উদিত হবেন।
তুলা
এই রাশিতে শনিদেব ষষ্ঠভাবে উদিত হতে চলে🐎ছেন। এরফলে জীবনে নতুন নতুন আনন্দ আসতে পারে। এই রাশির ♓জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে লাভ পেতে পারেন। হতে পারেন সফল। এরই সঙ্গে যশ, মান, সম্পত্তির প্রাপ্তি হতে পারে এঁদের। দীর্ঘ দিন ধরে যে কাজের জন্য আপনি চেষ্টা করছেন, সেই কাজে এবার আসতে পারে সাফল্য। কোর্ট কাছারির মামলায় সাফল্যও আসতে পারে।
বৃষ
বহু দিন ধরে যদি টাকা সংক্রান্ত ক্ষে🅠ত্রে কষ্ট পেতে হয়ে থাকে, তাহলে এবার তা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে থাকবে। আপনার কাজের প্রশংসা সবক্ষেত্রে হতে পারে। ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। মনের মতো লাভ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির দিক থেকে দেখতে গেলে, ফালতু খরচা থেকে বাঁচতে পারেন, টাকার সঞ্চয় করতে পারেন।
কর্কট
এই 🤡রাশির জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ আসবে। আপনি কেরিয়ারে কোনও সুযোগ আসলে তা হাত থেকে যেতে দেবেন না। ফালতু খরচা থেকে নিজেকে রক্ষা করুন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। আকস্মিক ধনলাভ হতে পারে এই সময়। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
বৃশ্চিক
🏅প্রতিটি ক্ষেত্রে পাবেন অপার সাফল্য। বহুদিন ধরে চলে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি। যদি চাকরি বদলের কথা ভেবে থাকেন, তাহলে তা থেকেও পাব🔯েন মুক্তি। সন্তানের উন্নতিতে মন ভরে যাবে। শেয়ার মার্কেটে এই সময় বিনিয়োগ করা লাভদায়ক। মন থেকে যাঁকে ভালোবাসেন তাঁর সঙ্গে বিয়ের যোগ রয়েছে।
মকর
শনি উদিত হতেই আপনারা না𒁃নানভাবে লাভের মুখ দেখবেন। এই রাশির জাতক জাতিকারা সব কাজে ধীরে ধীরে সাফল্য পাবেন। কোথাও ছোট খাটো যাত্রা হতে পারে। জীবনে নানান দিক থেকে খুশি আনন্দ আসতে পারে। বুদ্ধি প্রয়োগ করে🐷 সাফল্য পেতে পারেন।
কবে কখন শনির উদয়?
আগামী ৬ এপ্রি🐈ল, ভোর ৫ টা ৫ মিনিটে মীন রাশিতে⛎ উদিত হবেন শনিদেব।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা🐲 যাচাই করেনি হিন্দুস্তান টাইমস🐻 বাংলা। )