হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর ৩০ অগস্ট পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। তবে এবার ভদ্রা কাল পড়তে চলেছে রা♔খি বন্ধনের দিন। মনে রাখবেন ভদ্রা কালে যেন রাখি বাঁধা হয় না। ভদ্রা কাল একটি অশুভ সময়। বোনদের উচিত শুধুমাত্র শুভ সময়ে তাদের ভাইদের রাখি বাঁধা। পূর্ণিমা তিথি শুরু হবে ৩০ অগস্ট ২০২৩ সকাল ১০ টা ৫৯ মিনিটে। পরের দিন সকাল ০৭টা ০৪ মিনিট পর্যন্ত থাকবে। এই দিন ভদ্রা থাকবে সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে রাত ০৯ টা ০২ মিনিট পর্যন্ত। যা হবে অশুভ ভদ্রা। অতএব, 💯ভদ্রা এড়িয়ে, আপনি রাত ০৯ টা ০২ মিনিট থেকে রাত ১২ টা ২৮ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন। প্রসঙ্গত, রাখি বাঁধার জন্য সকাল ও বিকালের সময় শুভ, তবে বিকেলেও ভদ্রা কাল থাকবে।
ভদ্রা কালে শ্রাবণী উৎসব পালন করাও শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে। এই দিন ভদ্রা কাল রাত ০৯ টা ০২ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের পরই রাখি বাౠঁধলে ভালো হবে। কিংবদন্তি অনুসারে, লঙ্কাপতি রাবণকে ভদ্রা কাল সময়ে তার বোন রাখি বেঁধেছিলেন এবং সেই বছরে রাবণ ভগবান রামের হাতে নিহত হন। এই কারণে ভদ্রা কাল সময়ে রাখি বাঁধা উচিত নয়।
রাখি বন্ধন এর দিন ভদ্রা কাল পুচ্ছ - বিকেল ০৫ টা ৩২ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটౠ পর্যন্𝓀ত
রাখি বন্ধন এর দিন ভদไ্রা কাল মুখ - সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট থেকে রাত ৮ টা ১১ মিনিট পর্যন্ত
রাখি বন♉্ধন এর দিন ভদ্রা কাল শেষ সময় - রাত ০৯ টা ০২ মিনিট
কীভাবে রাখি বাঁধবেন
রাখি বন্ধনের দিন ভাইকে রাখি বাঁধার আগে রাখির থালা সাজিয়ে নিন। এই থালায় কুমকুম, গোটা চাল, হলুদ সরিষা, প্রদীপ ও রাখি রাখুন। এরপর ভাইকে তিলক লাগিয়ে তার ডান হাতে রাখি বেঁধে দিন। রাখি বাঁধার পর ভাইয়ের আরতি কর🔯ুন। তারপর ভাইকে মিষ্টি খাওয়ান। রাখি বাঁধার পর ভাইয়েরা তাদের সামর্থ্য অনুযায়🦩ী বোনদের উপহার দেন।