🦩 মালদার রতুয়ায় বোমা বিস্ফোরণে ২ কিশোরের আহত হওয়ার ঘটনায় গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের ৪ নেতা - কর্মী। বৃহস্পতিবার রাতে রতুয়ার চাঁদমণি ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাদের গ্রেফতার করে রতুয়া থানার পুলিশ। কী কারণে ধৃতরা ভুট্টাখেতে বোমা ফেলে রেখে গিয়েছিল তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা।
ಌবুধবার রতুয়ার চাঁদমণি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুট্টা খেতে ঘাস কাটতে গিয়ে বোমার আঘাতে আহত হয় ২ কিশোর। ঘাস কাটার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হয় বলে জানিয়েছে আহতরা। মালদা মেডিক্যাল কলেজে ২ কিশোরের চিকিৎসা চলছে। এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে তৃণমূলের সংখ্যালঘু সেলের ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে রতুয়া থানার পুলিশ। ধৃতরা আবদুল কাশেম, নজরুল ইসলাম, জ়াকির হোসেন ও এজাবুল হক। এর মধ্যে আবদুল কাশেম তৃণমূলের হলদিবাড়ি এলাকার বুথ সভাপতি।
ღজেরায় ধৃতরা জানিয়েছে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের সময় ব্যবহারের জন্য চাষের খেতে বোমা মজুত করেছিল তারা। সেই বোমা ফেটে আহত হয়েছে ২ কিশোর। ধৃতরা কোথা থেকে বোমা পেল তা জানতে তাদের জেরা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।