গোটা দক্ষিণ এশিয়ার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে🧸ও তাপপ্রবাহ ক্রমবর্ধমান। এরই মাঝে বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ! না বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা নয়, আপনার নম্বরে ফোন করে বলা হচ্ছে, আপনার বিদ্যুতের বিল এখনই পেমে꧂ন্ট করুন, নতুবা লাইন কেটে দেওয়া হবে। কিংবা সরকারি মোড়কে ভুয়ো মেসেজ আসছে বিল চেয়ে। এই গরমে বিদ্যুৎ লাইন নিয়ে প্রতারণার ফাঁদে পড়ে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। বহু ক্ষেত্রে তারা টাকা পেমেন্টও করে দিচ্ছেন সবটা না জেনে না বুঝে।
বেশ কয়েকদিন ধরেই এই ধরনের ঘটনা সামনে 🌳আসার পর এবার প্রচারে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। প্রতারকদের হাত থেকে গ্রাহকদের সাবধান করতে অভিনব প্রচার অভিযানে চলছে। পশ্চিমবঙ্গ পুলিশ বেছে নিয়েছে ফেলুদাকে। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এমনই কিছু ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে লেখা থাকছে, ‘ফেলুদাকে ফলো করুন’। ভিডিয়োতে পুলিশের তরফে বলা ꦿহয়েছে, বিদ্যুৎ দফতরের নাম করে ভুয়া ফোন করে যদি আপনাকে কেউ বলে, অবিলম্বে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, তখনই আপনি পাল্টা যাচাই করে নিন সেই ভুয়া কলের সত্যতা।
প্রচারিত ভিডিয়োটিতে ‘জয় বাবা ফেলুনাথ’ চলচ্চিত্রের একটি দৃশ্য সামনে এসেছে। যেখানে ফেলুদার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন, ‘আপনি সত্য বলছেন কিনা তা আমাকে তদন্ত করে দেখতে হবে।’ তার প্রত্যুত্তরে মগ𒅌নলালের চরিত্রে অভিনয় করা উৎপল দত্ত প্রশ্ন করছেন,ౠ ‘আমি মিথ্যে কথা বলছি?’ মগনলালকে ফেলুদার পাল্টা প্রশ্ন, ‘সত্যির উল্টো তো মিথ্যেই হয়৷’ এভাবেই গ্রাহকদের সচেতন করার পরিকল্পনা করেছ পশ্চিমবঙ্গ পুলিশ। এই ভুয়া কলের বিষয়ে কলকাতা পুলিশের কর্মকর্তাদের পরামর্শ, এই ধরনের ফোন কলগুলিতে অযথা বিভ্রান্ত না হয়ে সত্যিকারের তথ্য যাচাই করে নিন। অভিনব প্রচার অভিযানে সাড়াও মিলছে বেশ ভালো।