মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে পড়ুয়ার মৃত্যুর প্রায় এক মাস ক🐓েটে গিয়েছে। তার মৃত্যু র্যাগিং-এর অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি অ্যান্টি র্যাগিং কমিটি তৈরির সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনে রর্যাগিং বিরোধী কমিটি তৈরির কথা জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে।
এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এ ছাড়া কমিটিতে রয়েছেন,সহ-উপচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্সকে নিয়ে মোট 𒈔৩৩ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। এ ছাড়া যাদবপুর ও বিধাননগর দক্ষিণ থানার ওসিকেও এই কমিটিতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার এই র্যাগিং বিরোধী কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকায় সদস্যদের নামে পাশে তাঁদের ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে। যাতে পড়ুয়ার এই সংক্রান্ত কোনও সমস্যা পড়লে য🎃াতে কমিটি যে কোনও সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও হস্টেলে এই কমিটি নজরদারি চালাবে।
(পড়তে পারেন। কলকাতায় জলপথেই অফিস যেতে পারবেন, ১০২১ কোটির স্বপ্নে💮র প্রকল্প! যানজট অতীত)
বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের অ্যান্🅘টি র্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসি হেল্পলাইন নম্বর ও ইউজিসির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়ে꧟ছে।
বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বিꦬরোধী কমিটিতে তাৎপর্যপূর্ণ ভাবে রাখা হয়েছে যাদবপুর ও বিধাননগর থানার ওসিকে। যেহেতু দুই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে তাই তাঁদের র♚াখা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও যাবদপুরে র্যাগিং বিরোধী কমিটি ছিল। কিন্তু গত ৯ অগস্ট ছাত্র মৃত্যুর পর সেই ক🔥মিটির কার্যকারীতা এবং সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কমিটি সুপারিশ করে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি করার। সেই সুপারিশ মেনে নতুন অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করল যাবদপুর বিশ্ববিদ্যালয়।