মর্মান্তিক ঘটনꦓা ঘটল হাওড়ায়। সদ্য নতুন বাড়িতে এসছিল দম্পতি। সেই বাড়িতে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হল এক মহিলার। এছাড়াও অগ্নিদ্গ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন মহিলার স্বামী। আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চলের ছাড়িয়েছে এলাকায়। মৃত মহিলার নাম সুমিত্রা দেবী। তাঁর স্বামীর নাম রাম ধানী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: ঘুমের মধ🎃্যেই রুম হিটার থেকে লাগল 🎃আগুন, পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার কুলি লেন এলাকায় ওই বাড়িতে আজ আ♕চমকা আগুন লাগে। ঘটনার খবর পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছয়। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দমকল এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারাই ঘরে ঢুকে দুজনকে উদ্ধার করেন। পরে পুলিশ দুজনকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার নাম সুমিত্রা দেবী। আহত ব্যক্তির নাম রাম ধানী। তিনি হাওড়া জেলা হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আগুনে শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে ওই ব্যক্তির।
শঙ্কর নামে এক স্থানীয় যুবক বলেন, ‘আমরা বাইরে বসেছিলাম। তারপর দেখতে পায় ওই দম্পতির টালির বাড়িতে আগুন জ্বলছে। ওই দম্পতি এখানে নতুন এসেছে। তড়িঘড💖়ি আমরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। পুলিশ এবং দমকলে। খবর দিই। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে। দমকল আসার আগেই আমরা আগুন নিভিয়ে দিই। ঘরে ঢুকে দেখি দুজনেই কাঁপছে। তাদের হাওড়া হাসপাতালে নিয়ে যাই। একজন মারা গিয়েছে। একজন হাওড়া হাসপাতালে ভর্তি আছে।’ এই ঘটনায় ওই দম্পতির পরিবারকে খবর দিয়েছে পুলিশ। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। সেক্ষেত্রে দম্পতির মধ্যে কোনও অশান্তি ছিল নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে? সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়ার মালিপাঁচঘড়♕া থানার পুলিশ আধিকারিকরা।